শহীদ মিনারেও যাননি কাদের সিদ্দিকী
- প্রকাশের সময় : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৫
- / ৫৪৯ বার পঠিত
ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। নিজের অবস্থান থেকে দাবী না আদায় হওয়া পর্যন্ত না ওঠার ঘোষণায় এ সিদ্ধান্ত নিয়েছেন। নেতা-কর্মী ও পথচারীদের নিয়ে নিজ দলের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী অব্যাহত রেখেছেন তিনি। এর আগে গত ২৮ জানুয়ারী থেকে মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আলোচনায় বসাতে ‘নিরবচ্ছিন্ন’ অবস্থান কর্মসূচী চালিয়ে আসছেন তিনি।
২১ ফেব্রুয়ারী কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তিনি দুই নেত্রীর সুমতির জন্য এক কর্মসূচী পালন করছেন। গায়ের জোরে রাষ্ট্র চলে না। শহীদ মিনারে গেছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটাই তো শহীদ মিনার। আমি যখন মারা যাব, এটাই শহীদ মিনার হবে।
তার সাথে রয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সহযোগী সংগঠন যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, যুগ্ম আহ্বায়ক কাওসার জামান খানের নেতৃত্বে শতাধিক কর্মী। (দৈনিক ইনকিলাব)