লন্ডন থেকে কানাডা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৭:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৬৮৩ বার পঠিত
মন্ট্রিল: কানাডার মন্ট্রিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন সময় ২টায় এয়ার কানাডার একটি ফ্লাইটে তিনি কানাডা যান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে তিনি কানাডা পৌঁছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র যাওয়ার পথে লন্ডনে ২২ ঘণ্টার যাত্রাবিরতি করেন শেখ হাসিনা। তিনি বুধবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বুধবার বিকালে হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লন্ডনের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ জানান, তিনি বাকিংহাম শায়ারে স্টক পার্ক কাউন্টি হোটেলে অবস্থান করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডায় রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ডে (জিএফ) যোগ দেয়ার উদ্দেশ্যে সরকারি সফরে রয়েছেন তিনি। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। লন্ডনের স্থানীয় সময় বিকাল চারটার একটু পরে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন। সেখানে ২২ ঘণ্টার যাত্রাবিরতি শেষে তিনি বৃহস্পতিবার কানাডার উদ্দেশে রওনা দেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে সফরসঙ্গীদের নিয়ে কানাডা পৌঁছেন শেখ হাসিনা।
এর আগে বুধবার যাত্রার প্রাক্কালে বিমানবন্দরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চিফ হুইপ আসম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, আইজিপি, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ডে (জিএফ) যোগদানের উদ্দেশ্যে কানাডা সফর করছেন। সেখানে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেয়া নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিনে শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী ও গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক মার্ক ডাইবালের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন। এছাড়া ‘রিমুভিং ব্যারিয়ার্স থ্রু হেলথ থ্রো এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড গার্লস অ্যান্ড রিচিং দ্য মোস্ট মার্জিনালাইজড’ এবং ‘এনগেজিং অ্যান্ড মোবিলাইজিং ইয়ুথ টু মিট দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি। এরপর কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টনের যৌথ আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেয়ার পর তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে গ্লোবাল ফান্ড ও গ্লোবাল সিটিজেন আয়োজিত কনসার্টে অংশ নেবেন বাংলাদেশের সরকার প্রধান।
উল্লেখ্য, ১৬-১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ‘জিএফ’র সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়াকে ২০৩০ সালের মধ্যে নির্মূল করার বিষয়টি নিয়ে আলোকপাত করা হবে।
কানাডার ব্যস্ত কর্মসূচি শেষে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যাবেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। (দৈনিক যুগান্তর)