বিজ্ঞাপন :
লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে জুতা মিছিল

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪
- / ১০১৫ বার পঠিত
ঢাকা: আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে জুতা মিছিল করেছে সাধারণ মানুষ। তার বিরুদ্ধে মামলাকারী এডভোকেট আবেদ রেজা বলেছেন, লতিফ সিদ্দিকী পুরো ২’শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছেন। আমি তাদের প্রতিনিধি হিসেবে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। আজ তিনি গ্রেফতার হয়েছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এডভোকেট রেজা আরো বলেন, এহেন ঘটনায় আমরা তার প্রতি ঘৃণা জানাই। তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যাতে করে ভবিষ্যতে অন্য কেউ ধর্মীয় বিষয় নিয়ে এমন স্পর্ধা দেখাতে না পারে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর মঙ্গলবার লতিফ সিদ্দিকী আদালতে হাজির হলে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আর তিনি নিজেও কোনো জামিন আবেদন করেননি। এ সময় আদালতে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা গেছে।
Tag :
Latif Siddiqi