ঢাকা ডেস্ক : রাজধানীর রামপুরায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদের সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।খবর সাম্প্রতিক দেশকাল
তারা হলেন- স্বপন রেজা (২৫) ও শহিদুল ব্যাপারী (২২)। গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাতে স্বপনকে ও শহিদুলকে আগেই গ্রেফতার করে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপনকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
সূত্র জানিয়েছে, এ মামলায় শহিদুলের আবারও দুদিনের রিমান্ড আবেদন করা হবে। তবে এর আগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর রামপুরা এলাকায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর আটটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনগণ।