মুক্তিযুদ্ধ সম্মাননা বাজপেয়ির পরিবারের কাছে হস্তান্তর
- প্রকাশের সময় : ০৯:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫
- / ৫৮৩ বার পঠিত
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ জুন দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্যদের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেছেন। নয়া দিল্লীতে সরকারি বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) এনডিটিভি’র খবরে এ কথা বলা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেন।
এ সময়ে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।
নরেন্দ্র মোদি ঢাকায় বঙ্গভবনে গত ৭ জুন আয়োজিত এক অনুষ্ঠানে বাজপেয়ির পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। বাজপেয়ি অসুস্থতার কারণে বাংলাদেশে এসে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সমর্থন দেয়ায় বাজপেয়িকে এ সম্মাননা দেয় বাংলাদেশ। ওই সময়ে বাজপেয়ি লোকসভার সদস্য ছিলেন।(দৈনিক যুগান্তর)