মিয়ানমার ফেরত ১৪৬ জনকে বাড়ি পাঠাচ্ছে প্রশাসন
- প্রকাশের সময় : ১০:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫
- / ৩৭৯ বার পঠিত
কক্সবাজার: মিয়ানমার থেকে ফেরত আনা ১৫০ জন বাংলাদেশীর মধ্যে ১৪৬ জনকে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন জানান, বাকী ৪ জনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। এই চারজনের মধ্যে দু’জন রোহিঙ্গা ও দু’জন মানবপাচারের সাথে জড়িত। ফেরত আনা বাংলাদেশীদের মধ্যে ২৪ জনের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এই ২৪ জন শিশুকে রেডক্রিসেন্টের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
সাগর থেকে উদ্ধার হওয়া নাগরিকদের মধ্যে থেকে ১৫০ জন বাংলাদেশিকে শনাক্ত করে গত ৮ জুন সোমবার তাদের বাংলাদেশে ফিরিয়ে আনে বিজিবি। ফিরিয়ে আনার পর এদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও দুইজন মানবপাচারের সাথে জড়িত দালাল বলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। জেলা প্রশাসক জানান, মিয়ানমার থেকে সোমবার দেশে ফিরিয়ে আনা সাগরেভাসা ১৫০ বাংলাদেশীর পরিচয় যাচাই শেষে অপ্রাপ্তবয়স্ক ২৪ জনকে রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া সন্দেহভাজন ৪জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।