মাহমুদুর রহমান মান্নার জামিন
- প্রকাশের সময় : ১২:০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
- / ৭৩৫ বার পঠিত
ঢাকা: সেনাবাহিনীকে বিদ্রোহে উস্কানি দেয়ার মামলায় জামিন পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্প্রতিবার (১০ নভেম্বর) মান্নাকে জামিনের এ আদেশ দেয়। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ। এর আগে রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা দুটি মামলায় মান্নাকে কেন জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছিল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে রাষ্ট্রদ্রোহমূলক টেলিকথোপকথনের অভিযোগে মাহমুদুর রহমান মান্না ও খোকার বিরুদ্ধে ২০১৫ সালের ৫ই মার্চ গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। (দৈনিক মানবজমিন)