নিউইয়র্ক ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
  • / ৭২০ বার পঠিত

টাঙ্গাইল: রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, মানুষের জন্য আইন। আইনের জন্য মানুষ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের অব্যাহত প্রয়াস চালাতে হবে। মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করতে বিচার বিভাগ আইনজীবি ও পুলিশ প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো রাষ্ট্রের সকল নাগরিকের জন্য আইনের সমান ও আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা। রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় টাঙ্গাইল এডভোকেট বার সমিতির ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অস্বচ্ছল ও সহায় সম্বলহীন মানুষের মাঝে আইনের সহায়তায় বর্তমান সরকার আইনগত সহায়তা আইন ২০১৬ পাশ করেছে। এই আইনের আওতায় প্রতিদিন শত শত দারিদ্র মানুষ আইনের সেবা নিচ্ছে। এ সময় আইনজীবীদের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অসহায় বিচার প্রার্থীর মামলা বিনা পারিশ্রমিকে নিস্পত্তি করবেন। দেখবেন এর ফলে সমাজের চেহারা পাল্টে যাবে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ আরো বলেন, আইন হলো ইঁদুর মারার কলের মতো। এর শ্মরণাপন্ন হওয়া খুবই সহজ, কিন্তু এর থেকে বের হওয়া তত সহজ নয়। তাই দেশের নাগরিক যাতে ধনী গরীব নির্বিশেষে আইনের সমান অধিকার পেতে পারে সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রপতি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্তু আইনের বেড়াজালের কথা ভেবে অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পায়।
রাষ্ট্রপতি বলেন, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতি একটি প্রাচীন সংগঠন। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে এই সমিতি দেশের জনগনের আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। এসময় তিনি টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির নব-নির্মিত বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
tangail_president-hamid_13-nov2016-pic-2অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোহাম্মদ মুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে টাঙ্গাইলের সংসদ সদস্যরা, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
tangail_president-hamid_13-nov2016-pic-3
পরে রাষ্ট্রপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়

প্রকাশের সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬

টাঙ্গাইল: রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, মানুষের জন্য আইন। আইনের জন্য মানুষ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের অব্যাহত প্রয়াস চালাতে হবে। মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস করতে বিচার বিভাগ আইনজীবি ও পুলিশ প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো রাষ্ট্রের সকল নাগরিকের জন্য আইনের সমান ও আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা। রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় টাঙ্গাইল এডভোকেট বার সমিতির ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অস্বচ্ছল ও সহায় সম্বলহীন মানুষের মাঝে আইনের সহায়তায় বর্তমান সরকার আইনগত সহায়তা আইন ২০১৬ পাশ করেছে। এই আইনের আওতায় প্রতিদিন শত শত দারিদ্র মানুষ আইনের সেবা নিচ্ছে। এ সময় আইনজীবীদের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অসহায় বিচার প্রার্থীর মামলা বিনা পারিশ্রমিকে নিস্পত্তি করবেন। দেখবেন এর ফলে সমাজের চেহারা পাল্টে যাবে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ আরো বলেন, আইন হলো ইঁদুর মারার কলের মতো। এর শ্মরণাপন্ন হওয়া খুবই সহজ, কিন্তু এর থেকে বের হওয়া তত সহজ নয়। তাই দেশের নাগরিক যাতে ধনী গরীব নির্বিশেষে আইনের সমান অধিকার পেতে পারে সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রপতি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্তু আইনের বেড়াজালের কথা ভেবে অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পায়।
রাষ্ট্রপতি বলেন, টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতি একটি প্রাচীন সংগঠন। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে এই সমিতি দেশের জনগনের আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। এসময় তিনি টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির নব-নির্মিত বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
tangail_president-hamid_13-nov2016-pic-2অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোহাম্মদ মুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে টাঙ্গাইলের সংসদ সদস্যরা, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
tangail_president-hamid_13-nov2016-pic-3
পরে রাষ্ট্রপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।