বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
No Result
View All Result
হককথা
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
হককথা
No Result
View All Result
Home বাংলাদেশ

মর্মান্তিক : সিলেটে পিটিয়ে ও খুঁচিয়ে শিশু হত্যা

হক কথা by হক কথা
জুলাই ১৩, ২০১৫
in বাংলাদেশ
0

সিলেট: শেখ আজিজুর রহমান পেশায় মাইক্রোচালক। তবে রোজ পারিশ্রমিকে। কেউ বদলি দিলে গাড়ি চালাতে যান। কাজে গেলে বাজার হয়। খাবার জোটে। নতুবা পুরো পরিবার নিয়েই থাকতে হয় উপোস। সেই আজিজুর রহমানের দুই ছেলে রাজন ও সাজন। রাজনের বয়স ১৩ বছর। চতুর্থ শ্রেণীতে পড়াকালেই বই-খাতা ফেলে তুলে নিতে হয় সবজির ডালা। সবজি বেচে আর বাবাকে নানাভাবে সাহায্য করে পরিবারের পাশে দাঁড়িয়েছিল এটুকুন ছেলে। কিন্তু মধ্যযুগীয় নির্মমতা সবটুকু কেড়ে নিল তার। চোর অপবাদ দিয়ে বর্বর ঘাতকেরা খুঁটির সঙ্গে হাত পেছনে বেঁধে মাথা, নখ ও পিঠে খুঁচিয়ে খুঁচিয়ে, হাত-পা দুমড়ে-মুচড়ে ও পিটিয়ে হত্যা করে তাকে। মৃত্যু নিশ্চিত করা হয় নাভিতে রড দিয়ে মুচড়িয়ে। মুত্যুর আগে করুণ আকুতি জানিয়ে একটু পানি খেতে চেয়েছিল সে। জবাবে বলা হয়েছিল- ‘ঘাম খা’। তার করুণ আর্তি, আর্তচিৎকার কিছুই মন গলাতে পারেনি ঘাতকদের। উল্টো চারপাশ ঘিরে উল্লাস করে গেছে তারা।
এমনকি এ পৈশাচিক নির্যাতনের সময় ঘাতকরা ধারণ করে ভিডিও চিত্রও। ছড়িয়ে দেয় ইন্টারনেটে। তা দেখে কেঁপে উঠে সিলেট। শুধু কি সিলেট, পুরো বাংলাদেশই স্তব্ধ রাজনের এমন মৃত্যুতে। আর তার পরিবার? সেখানে শুধুই শোকের মাতম। মা লুবনা আক্তার পাগলপ্রায়। আত্মীয়-স্বজনরা এসে কোনোমতে তাকে আগলে রেখেছেন। বাবা ছুটছেন থানায়, এর কাছে, ওর কাছে। ছেলে হত্যার বিচার চান তিনি।
রোববার (১২ জুলাই) বিকালে এ প্রতিবেদকের কথা হয় রাজনের বাবা শেখ আজিজুর রহমানের। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘আমার ছেলে চোর না। আমার পরিবার-বংশের কারও বিরুদ্ধে এমন অপবাদ নেই। মামলা দূরে থাক জীবনে কোনোদিন আমরার বিরুদ্ধে বিচারও বইসেনা। বাচ্চাটারে খুন করার পরে চোর বানাইছে। আমার ছেলে রাজন কেমন সারা এলাকা জানে। তারা খুব টাকাওয়ালা। আমার রাজনরে মারার পরে ছোট ছেলে সাজনরে নানা বাড়ি নিয়া রাখছি। তারা পাইলে মার লাইবো।’
রাজনের পিতা কথা বলতে পারলেও মা লুবনা কথা বলতে পারেন না। তার মুখে এখন একটাই ভাষা কান্না। রাজনের পিতার দাবি, ৮ জন মিলে রাজনকে খুন করেছে। এরমধ্যে গ্রেফতার থাকা মুহিতের রিমান্ডের শুনানি সোমবার হবে বলে তিনি শুনেছেন। কিন্তু অপর ৭ ঘাতকদের ঘটনার ৪ দিনেও গ্রেফতার করেনি পুলিশ। ঘাতকরা সবাই এতদিন এলাকায় ছিল। নির্যাতনের ভিডিও ফাঁসের পর তোলপাড় শুরু হয়। পালাতে শুরু করেছে ঘাতকরা।
তিনি বলেন, প্রবাসী কামরুল, মুহিত, আলী, শামীম, ইফসুফ, ময়না, দুলাল ও পাভেল আমার ছেলে রাজনকে খুন করেছে। তাদের নির্যাতনে সর্বশেষ রাজনের দেহ নিথর হয়ে আসে এবং মারা যায়। পরে গাড়িতে করে লাশ গুম করতে নিয়ে গেলে জনতার হাতে মুহিত আটক হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। এছাড়া আর কাউকেই গ্রেফতার করা হয়নি।
বুধবার (৮ জুলাই) নির্মম এ ঘটনা ঘটে সিলেট শহরতলির কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায়। এ ঘটনাকে ঘিরে পুরো সিলেট শহরে তোলপাড় হচ্ছে। নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনের বাড়িতে মানুষের ঢল নামে। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে রাজনের বাড়ি। প্রথমে এ নির্মম ঘটনাকে সাধারণ চোর পেটানোর ঘটনা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছিল। রোববার ভিডিও ফাঁস হলে মধ্যযুগীয় পৈশাচিকতা আর ধামাচাপা দেয়া যায়নি। শুরু হয় তোলপাড়। দৌড়ঝাঁপ শুরু হয় মিডিয়াকর্মী ও প্রশাসনের।
রাজনের আত্মীয়-স্বজনরা জানান, বুধবার সবজি বিক্রি করতে বের হওয়া রাজন আর ফেরেনি। রাতে বাড়ি না ফেরায় রাজনের বাবা-মা জালালাবাদ থানায় জিডি করতে যান। সেখানে গিয়ে জানতে পারেন একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রাজনের লাশ দেখে মুষড়ে পড়েন তারা দু’জনই। এ ঘটনায় প্রথমে জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাজনের পিতাও আরেকটি এজাহার দেন। মামলা নং-২৯৭/১৫।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, দুটি এজাহারই আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি ওসি তদন্ত আলমগীর হোসেন তদন্ত করছেন বলে তিনি জানান। হত্যাকান্ডস্থলের পার্শ্ববর্তী নিউ উত্তরণ মটর্সের স্বত্বাধিকারী সুদীপ বাবুর বক্তব্য নেয়া হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, গ্রেফতার থাকা মুহিতের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
নির্যাতনের সময় মোবাইলে রেকর্ডকৃত ভিডিওতে দেখা যায়, উল্লাসের সঙ্গে শিশু রাজনের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। প্রায় ২৮ মিনিটব্যাপী ভিডিওর ১৬ মিনিট খুঁচিয়ে খুঁচিয়ে পৈশাচিক নির্যাতন করা হচ্ছে রাজনকে। এক সময় বাঁ হাত ও ডান পা ধরে মোচড়াতেও দেখা যায়। একদিকে রাজনের আর্তচিৎকার, অন্যদিকে নির্যাতনকারীদের অট্টহাসি। ভিডিওর শেষ প্রান্তে একজন বলে উঠে ‘কিতা করতাম?’ তখন আরেকজন বলে ‘মামায় যে কইছন, ওই কাম করি ছাড়ি দে!’ রাজনকে নির্যাতনের ভিডিও চিত্রে দেখা গেছে, রাজনকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী খাঁন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বারান্দার খুঁটিতে বেঁধে রাখা হয়।
ভিডিও চিত্রে চারজনের কণ্ঠস্বর শোনা গেলেও ভিডিওতে দু’জনের চেহারা দেখা গেছে। ‘এই ক (বল) তুই চোর, তোর নাম ক… লগে কারা আছিল…’ ইত্যাদি বিষয়ে জানতে চেয়ে মারধর করা হয়। একনাগাড়ে প্রায় ১৬ মিনিট রাজনকে অনেকটা খুঁচিয়ে খুঁচিয়ে রোল দিয়ে পেটানো হয়। একপর্যায়ে মাটিতে নিস্তেজ হয়ে পড়ে পানি খাওয়ার আকুতি জানায় রাজন। কিন্তু পানির বদলে ‘ঘাম খা’ বলে মাটিতে ফেলে রাখা হয় তাকে।
ভিডিও চিত্র ধারণ করার সময়ও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত রয়েছে সময়। তখন সকাল সাড়ে ৭টা। মারধর করার সময় একদিকে রাজনের মুখে আর্তচিৎকার, আর অন্যদিকে নির্যাতনকারীদের মুখে অট্টহাসি দিয়ে নানা কটূক্তি করতেও শোনা গেছে। রাজনের নখে, মাথা ও পেটে রোল দিয়ে আঘাত করে এক সময় বাঁ হাত ও ডান পা ধরে মোচড়াতেও দেখা যায়। কয়েক মিনিটের জন্য রাজনকে হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে হাঁটতে দেয়া হয়। ‘হাড়গোড় তো দেখি সব ঠিক আছে, আরও মারো…’ বলে রাজনের বাঁ হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেক দফা পেটানো হয়। এ সময় রাজনের শরীর ও চোখ-মুখ বেশ ফোলা দেখা গেছে।
যে ভিডিও ধারণ করার কাজটি করছিল, তাকে নির্দেশ করে নির্যাতনকারীরা জানতে চায়- ঠিকমতো ভিডিও ধারণ হচ্ছে কিনা। ওপাশ থেকে ‘ফেসবুকে ছাড়ি দিছি, অখন সারা দুনিয়ার মানুষ দেখব…’ বলতে শোনা গেছে। শেষ দিকে নির্যাতনকারী একজন সঙ্গীদের কাছে জানতে চায়- ‘কিতা করতাম?’ বলে। অপর একজনকে তখন ‘মামায় যে কইছন, ওই কাম করি ছাড়ি দে!’ বলতে শোনা যায়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, নির্যাতন ভিডিও চিত্রে ধারণ করার বিষয়টি শুনেছি এবং এটি দেখেছেন এমন কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। ওসি জানান, ঘটনার সঙ্গে মামলার আসামি চারজনই সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও চিত্র ধারণসহ পুরো ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মুহিতকে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রোববার আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। এদিকে, এ মামলার অন্যতম আসামি সৌদি প্রবাসী কামরুল ইসলামের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
বুধবার রাজনকে এমন নির্যাতন করে লাশ গুমের চেষ্টা করে ঘাতকরা। ওইদিন ঘাতকরা বেলা ১১টার দিকে একটি মাইক্রোবাসে তার লাশ পার্শ্ববর্তী একটি গ্রামের মাঠে ফেলে যাওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হলে মাইক্রোবাসসহ একজনকে আটক করে। খবর পেয়ে রাতে থানায় গিয়ে পরিবারের সদস্যরা রাজনের লাশ শনাক্ত করেন। (দৈনিক যুগান্তর)

Tags: Shylet_Rajon Kield
Previous Post

ঢাকায় নৃশংস খুন হলেন নিউইয়র্ক প্রবাসী মনসুর রহমান : কমিউনিতে শোক : অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Next Post

গাফফারের খোদাদ্রোহীতা : পর্বত সদৃশ অজ্ঞতা ও বেয়াদবি

Related Posts

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

by হক কথা
মার্চ ২৩, ২০২৩
আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল নয়

by হক কথা
মার্চ ২৩, ২০২৩
সংবাদপত্র শিল্প বাঁচাতে সরকারি সুযোগ-সুবিধা বাড়াতে হবে
বাংলাদেশ

সংবাদপত্র শিল্প বাঁচাতে সরকারি সুযোগ-সুবিধা বাড়াতে হবে

by হক কথা
মার্চ ২৩, ২০২৩
আত্মসাৎ পৌনে ৪ হাজার কোটি টাকা
বাংলাদেশ

আত্মসাৎ পৌনে ৪ হাজার কোটি টাকা

by হক কথা
মার্চ ২৩, ২০২৩
পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি
বাংলাদেশ

পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি

by হক কথা
মার্চ ২৩, ২০২৩
Next Post

গাফফারের খোদাদ্রোহীতা : পর্বত সদৃশ অজ্ঞতা ও বেয়াদবি

৯ বছর ধরে একই কমিটি: নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার গুঞ্জন : আসছে নতুন মুখ !

Please login to join discussion

সর্বশেষ খবর

রমজান উপলক্ষ্যে শাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রমজান উপলক্ষ্যে শাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মার্চ ২৩, ২০২৩
যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রস্তৃতি সভা

যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রস্তৃতি সভা

মার্চ ২৩, ২০২৩
স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৩, ২০২৩
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে মাঠে নামছে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে মাঠে নামছে বাংলাদেশ

মার্চ ২৩, ২০২৩
পুষ্টিহীনতায় দুই কোটি ১০ লাখ মানুষ

পুষ্টিহীনতায় দুই কোটি ১০ লাখ মানুষ

মার্চ ২৩, ২০২৩
ভ্রমণ ভিসায় গিয়েও যুক্তরাষ্ট্রে মিলছে চাকরি !

ভ্রমণ ভিসায় গিয়েও যুক্তরাষ্ট্রে মিলছে চাকরি !

মার্চ ২৩, ২০২৩
রমজানের জন্য ১০২৫ কারাবন্দীকে মুক্তি

রমজানের জন্য ১০২৫ কারাবন্দীকে মুক্তি

মার্চ ২৩, ২০২৩
এমন সেঞ্চুরি দেখেননি লিটন মার খেয়েও মুগ্ধ ক্যাম্ফার

এমন সেঞ্চুরি দেখেননি লিটন মার খেয়েও মুগ্ধ ক্যাম্ফার

মার্চ ২৩, ২০২৩
ADVERTISEMENT
হককথা

Editor: ABM Salahuddin Ahmed
Ass. Editor: Samiul Islam

Mailing Address: 87-50 Kingston Pl,
Apt #5H, Jamaica, NY 11432
Contact: +1 347-848-3834
E-mail: hakkathany@gmail.com
Published by WEEKLY HAKKATHA Inc.

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:২৩)
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

হককথা বিশেষ সংখ্যা

  • Terms
  • Policy
  • Contact Us

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.

No Result
View All Result
  • হক কথা
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • প্রবাস
  • যুক্তরাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • ক্লাসিফাইড
  • এক স্লিপ
  • আরো খবর
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • ইতিহাসের এই দিনে
    • জাতিসংঘ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • মিডিয়া
    • মুক্তাঙ্গন
    • লাইফ স্টাইল
    • সম্পাদকীয়
    • সাক্ষাতকার
    • সাহিত্য
    • স্বাস্থ্য
    • স্মরণ

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.