মন্ত্রী মায়ার দুর্নীতি মামলার খালাসের রায় বাতিল
- প্রকাশের সময় : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫
- / ৫৭০ বার পঠিত
ঢাকা: সাত বছর আগের একটি দুর্নীতি মামলায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১৪ জুন) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়। জরুরি অবস্থার সময় ২০০৮ সালের ১৪ ফেবব্রুয়ারী বিশেষ জজ আদালত এ মামলায় আওয়ামী লীগ নেতা মায়াকে ১৩ বছরের কারাদন্ড দেয়। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানা এবং প্রায় ছয় কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ হয়।
২০১০ সালের ২৭ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় বাতিল করে দেয়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একটি লিভ টু আপিল করেন। রোববার আপিল বিভাগ ওই আবেদন মঞ্জুর করে হাইকোর্টের খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেন।
২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। (দৈনিক যুগান্তর)