মঙ্গলবার, জুলাই ৫, ২০২২
No Result
View All Result
হককথা
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
  • প্রচ্ছদ
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • এক স্লিপ
  • লাইফ স্টাইল
  • আরো
    • যুক্তরাষ্ট্র
    • স্বাস্থ্য
    • মুক্তাঙ্গন
    • সাহিত্য
    • সাক্ষাতকার
    • সম্পাদকীয়
    • মিডিয়া
    • জাতিসংঘ
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • স্মরণ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • ক্লাসিফাইড
হককথা
No Result
View All Result
Home বাংলাদেশ

মধুপুর পাহাড়ে ব্যতিক্রমী হাসপাতাল, গরিবের চিকিৎসা

হক কথা by হক কথা
এপ্রিল ৪, ২০১৫
in বাংলাদেশ
0

মধুপুর (টাঙ্গাইল): গাছের ফাঁক গলে সকালের রোদ যখন উঁকিঝুঁকি মারছে, মাটির ঘরগুলোতে তখন বেশ মানুষের উপস্থিতি। ঘরের বাইরে কাঠের তক্তা দিয়ে বানানো বেশ কয়েকটা বেঞ্চ। তারই উপর বসা ব্যথায় কাতর দু’জন অসুস্থ মানুষ। সাতসকালেই কাঠের বেঞ্চগুলো দখল করে অপেক্ষা করছিলেন আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যায় ‘ডাক্তার ভাইয়ের’ হাসপাতালের প্রতিদিনের শুরুটা এমনই। এ হাসপাতালে টাকাওয়ালা বিত্তশালীদের চিকিৎসা দেয়া হয় না। এখানে দিনের শুরু হয় পাখির ডাকে। বনের মধ্যে চারপাশের অসংখ্য গাছগাছালি থেকে নাম না জানা পাখি ঘুম ভাঙায় রোগীদের। এড্রিক বেকার ‘ডাক্তার ভাই’ নামে পরিচিত একজন ভিনদেশী শুভ্রকেশ চিকিৎসক, যার মনটাও একই রকম সফেদ। আর কিছু মানুষ যাদের মন তাদের ঘরগুলোর মতোই মাটিতে গড়া। এরা সবাই মিলে পরিচালনা করছেন ব্যতিক্রমী এই হাসপাতাল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পত্র-পত্রিকায় বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানীদের হত্যা, বর্বরতা, ভারতগামী স্মরণার্থীদের ছবি নিয়মিত ছাপা হতো। এই দেখে নিউজিল্যান্ডের তরুণ চিকিৎসক এড্রিক বেকারের বাংলাদেশী মানুষের জন্য মন কাঁদতো। এড্রিক বেকার মনে মনে সঙ্কল্প করেন এদেশে আসবেন। ’৭১ সালে কাজ করছিলেন ভিয়েতনামের একটি মেডিক্যাল টিমে। ডিসেম্বরে বিজয়ের খবর শুনে খুবই উল্লসিত হয়েছিলেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশে আসেন। এরপর ৩৬ বছর ধরে মধুপুর গড় এলাকায় অবস্থান করে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। ১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিন্টনে এড্রিক বেকারের জন্ম। তার বাবা ছিলেন পরিসংখ্যানবিদ। মা বেট্রি বেকার শিক্ষক। চার ভাই, দুই বোনের মধ্যে দ্বিতীয় এড্রিক ডুনিডেন শহরের ওটাগো মেডিক্যাল কলেজ থেকে ১৯৬৫ সালে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। পরে ওয়েলিন্টনে ইন্টার্নি শেষে নিউজিল্যান্ড সরকারের সার্জিক্যাল টিমে যোগ দিয়ে চলে যান যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে। সেখানে কাজ করেন ’৭৫ সাল পর্যন্ত। মাঝে অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডে পোস্টগ্র্যাজুয়েশন কোর্স করেন ট্রপিক্যাল মেডিসিন, গাইনী, শিশু স্বাস্থ্য বিষয়ে। ’৭৬ সালে পাপুয়া নিউগিনি ও জাম্বিয়ায় যান। কিন্তু কোথাও মন টেকেনি। এরই মধ্যে জন্ডিসে আক্রান্ত হয়ে চলে যান যুক্তরাজ্যে। এক বছর পর সুস্থ হয়ে ’৭৯ সালে চলে আসেন বাংলাদেশে। এদেশে এসে এড্রিক বেকার প্রথমে মেহেরপুর মিশন হাসপাতালে প্রায় দু’বছর ও পরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৮ মাস কাজ করেন। বেকারের বড় কোন হাসপাতালে কাজ করার ইচ্ছে কখনও ছিল না। ইচ্ছে প্রত্যন্ত গ্রামে কাজ করার। অন্যরকম কিছু করার। সে চিন্তা থেকেই চলে আসেন টাঙ্গাইলের মধুপুর পাহাড়ী গড় এলাকায়। তখন সাধারণ মানুষের মাঝে কাজ করতে গিয়ে বুঝে ভাষা শিক্ষা নেয়া দরকার। তাই মধুপুরের জলছত্র খ্রীস্টান মিশনে এক বছর থেকে বাংলা ভাষা শিখেছেন।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে প্রত্যন্ত পাহাড়ী এলাকায় কাইলাকুড়ি গ্রামের অবস্থান। এলাকার আদিবাসী-বাঙালী প্রায় সবাই দরিদ্র। এ রকম একটি প্রত্যন্ত এলাকায় চার একর জায়গার উপর ডা. এড্রিক বেকারের স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। ছোট ছোট মাটির ২৩টি ঘরে হাসপাতালের ডায়াবেটিস বিভাগ, যক্ষ্মা বিভাগ, মা ও শিশু বিভাগ, ডায়রিয়া বিভাগসহ আলাদা আলাদা বিভিন্ন বিভাগে ৪০ রোগী ভর্তির ব্যবস্থা রয়েছে। এখানে আগত রোগীদের সবাই দরিদ্র। তবে এখানে টাকা উৎপার্জনকারী স্বচ্ছল ও বড়লোক রোগীদের চিকিৎসা দেয়া হয় না। এখানে বহির্বিভাগে প্রতিদিন প্রায় একশ’ জন রোগী দেখা হয়। এছাড়া হাসপাতালে নিচের পক্ষে ৪৫ জন রোগী সবসময় ভর্তি থাকে। বহির্বিভাগে নতুন রোগী এলে টিকেট কাটতে হয়। নতুন রোগীর জন্য টিকেটের মূল্য ২০ টাকা এবং পরবর্তীতে ১০ টাকা। তবে রোগী যদি গ্রাম কার্যক্রমের অন্তর্ভুক্ত হন, সে ক্ষেত্রে টিকেটের মূল্য ৫ থেকে ১০ টাকা। কিছু প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর রোগীকে পাঠানো হয় নির্দিষ্ট প্যারামেডিকের কাছে। ছোটখাটো অসুখের ক্ষেত্রে প্যারামেডিকেরাই বলে দেন রোগ নিরাময়ের উপায়। জটিল কোন রোগের ক্ষেত্রে আছেন এমবিবিএস ডাক্তার। রোগ নির্ণয় শেষে নামমাত্র মূল্যে মিলবে ওষুধ। গুরুতর অসুখ হলে প্রয়োজনে রোগীকে ভর্তি করে নেয়া হয় হাসপাতালের অন্তর্বিভাগে। আছে জরুরী বিভাগও। সবসময় ডাক্তারা রোগীর খোঁজখবর নেন। হাসপাতাল শব্দটি শুনলেই সচরাচর যে দৃশ্যগুলো চোখে ভাসে, তার সঙ্গে মিলবে না একদমই। প্রকৃতি, আধুনিকতা আর সেবার ব্রত মিলেমিশে একাকার এখানে। সত্যিকারের সেবার ব্রত আছে বলেই হাসপাতালের রোগীরা আনন্দিত।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে ডা. এড্রিক বেকার রোগী দেখছেন। আগত রোগীদের সবাই দরিদ্র। জামালপুর জেলার শৈলেরকান্দা গ্রাম থেকে এসেছেন দিনমজুর জুলহাস। তার ৮ বছরের ছেলে মালেকের ডায়রিয়া হয়েছে। তিনি জানান, পয়সার অভাবে তিনি ছেলের চিকিৎসা করাতে পারছিলেন না। পরে এক আত্মীয়ের কাছে ডা. বেকারের এই হাসপাতালের খবর পেয়ে ছেলেকে নিয়ে চলে আসেন। এখানে বিনা পয়সায় চিকিৎসা চলছে মালেকের। পাহাড়ী গড় এলাকার কামারতাফাল গ্রাম থেকে বৃদ্ধা জরিনা বেগম এসেছেন তার ৭ বছরের নাতি মামুন মিয়াকে নিয়ে। মামুন মিয়ার হাত ভেঙে গেছে। তাই ভর্তি করে রেখে এখানে চিকিৎসা চলছে। ভর্তি বিভাগের দায়িত্বে নিয়োজিত বিজয় বর্মণ জানান, এখানে রোগী ভর্তির সময় রোগীর জন্য দুইশ’ টাকা এবং রোগীর সঙ্গের লোকের জন্য একশ’ টাকা নেয়া হয়। এর মধ্যেই রোগীর থাকা খাওয়াসহ যতদিন সময় লাগে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালের কর্মী রতন মিয়া জানান, এখানে বহির্বিভাগে প্রতিদিন প্রায় একশ’ জন রোগী দেখা হয়। নিচের পক্ষে ৩০ জন রোগী সবসময় ভর্তি থাকে।
প্রত্যন্ত এই পাহাড়ী দরিদ্র এলাকার আদিবাসী গারো, বাঙালী মানুষেরা ডা. বেকারকে কেউ ডাকেন ‘ডাক্তার ভাই’, আবার কেউ ডাকেন ‘বেকার ভাই’ বলে। কাইলাকুড়ি গ্রামের প্রবীণ আদিবাসী নীরেন্দ্র দফো বলেন, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই তাকে ভালবাসে ও শ্রদ্ধা করে। প্রত্যন্ত এই এলাকায় রাস্তাঘাট ছিল না। রোগ বালাই হলে গ্রাম্য কবিরাজ বা হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হতো। অনেকের কপালে তাও জুটতো না। ডা. বেকার আসার পর এখন পাহাড়ী এ এলাকার কেউ বিনা চিকিৎসায় মারা যান না। কারও অসুখ হলে ছুটে আসেন এই হাসপাতালে এবং বিনা পয়সায় ডা. বেকারের সেবা পান।
ডা. বেকারের মধ্যে কোন চাওয়া পাওয়া নেই। তিনি ছোট একটি মাটির ঘরে থাকেন। মেঝেতে ঘুমান। খাবার-দাবার অতি সাধারণ বাঙালীদের মতোই। নিঃস্বার্থভাবে তিনি দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছেন। ডা. এড্রিক বেকার বলেন, হাসপাতালটা তো আমার না। এই হাসপাতালের পরিচালক হলো গরিব সমাজকর্মী ও সমর্থকরা। তবে হ্যা, এদের দলনেতা আমি। এদেশের মানুষ খুব ভাল। দরিদ্র মানুষেরা অধিকাংশই চিকিৎসা সেবা পায় না। এইসব মানুষের সেবা করার জন্যই আমি এদেশে থেকে যাই। দেশে আমার চার ভাই, দুই বোন ও বৃদ্ধা মা রয়েছে। বাবা ২০০৯ সালে মারা গেছেন। তারা সবাই আমার এই কাজকে মেনে নিয়েছেন। দেশে গেলে মা আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কবে আবার তোমার দেশে ফিরে যাচ্ছো? আমি দেশে গেলে বন্ধু-বান্ধব এবং বিভিন্ন সংস্থার লোকজনের কাছে হাসপাতালের কথা তুলে ধরি। তাদের আর্থিক সাহায্যেই চলে এই হাসপাতাল। বেকার বলেন, প্রতিবছর কয়েক হাজার ছেলেমেয়ে ডাক্তার হয়ে বের হচ্ছে। আমি প্রতীক্ষায় আছি এদের মধ্যে অন্তত একজন, একদিন চলে আসবেন আমাদের হাসপাতালে। নিজেকে নিয়োজিত করবেন গ্রামের অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায়।(দৈনিক জনকন্ঠ)

Tags: Modhupur Hospital_Anupom
Previous Post

নাবিক’র ২৫তম কনভেনশন ১৬ আগষ্ট

Next Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান-২০১৩ : মৃত্তিকা মায়া’র জয়জয়কার ॥ চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছি, ফিল্মসিটি নির্মাণ করবো : প্রধানমন্ত্রী

Related Posts

কর্মকর্তারাই ঘুষচক্রের হোতা
বাংলাদেশ

কর্মকর্তারাই ঘুষচক্রের হোতা

by হক কথা
জুলাই ৫, ২০২২
জাপায় ফের দেবর-ভাবির দ্বন্দ্ব
বাংলাদেশ

জাপায় ফের দেবর-ভাবির দ্বন্দ্ব

by হক কথা
জুলাই ৫, ২০২২
ঢাবিতে ৪৪তম আবরারের ছোট ভাই, পড়বেন বুয়েটেই
বাংলাদেশ

ঢাবিতে ৪৪তম আবরারের ছোট ভাই, পড়বেন বুয়েটেই

by হক কথা
জুলাই ৫, ২০২২
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

by হক কথা
জুলাই ৪, ২০২২
প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন : ড. আহমদ আল কবীর
নিউইয়র্ক

প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন : ড. আহমদ আল কবীর

by হক কথা
জুলাই ৩, ২০২২
Next Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান-২০১৩ : মৃত্তিকা মায়া’র জয়জয়কার ॥ চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছি, ফিল্মসিটি নির্মাণ করবো : প্রধানমন্ত্রী

জননেতা আ. মান্নানের ১০ মৃত্যুবার্ষিকী ৪ এপ্রিল

সর্বশেষ খবর

কীভাবে ফেসবুক আপনার মনের কথা জানে

কীভাবে ফেসবুক আপনার মনের কথা জানে

জুলাই ৫, ২০২২
‘গঠনমূলক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ও নমনীয় হতে হবে’

‘গঠনমূলক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ও নমনীয় হতে হবে’

জুলাই ৫, ২০২২
কর্মকর্তারাই ঘুষচক্রের হোতা

কর্মকর্তারাই ঘুষচক্রের হোতা

জুলাই ৫, ২০২২
হজে সেলফি প্রবণতা : নষ্ট করছে ইবাদতের মাহাত্ম্য

হজে সেলফি প্রবণতা : নষ্ট করছে ইবাদতের মাহাত্ম্য

জুলাই ৫, ২০২২
টাইটানিকের শেষ জীবিত যাত্রী!

টাইটানিকের শেষ জীবিত যাত্রী!

জুলাই ৫, ২০২২
শিরিন কার গুলিতে নিহত নিশ্চিত করা সম্ভব নয়: যুক্তরাষ্ট্র

শিরিন কার গুলিতে নিহত নিশ্চিত করা সম্ভব নয়: যুক্তরাষ্ট্র

জুলাই ৫, ২০২২
জাপায় ফের দেবর-ভাবির দ্বন্দ্ব

জাপায় ফের দেবর-ভাবির দ্বন্দ্ব

জুলাই ৫, ২০২২
ঢাবিতে ৪৪তম আবরারের ছোট ভাই, পড়বেন বুয়েটেই

ঢাবিতে ৪৪তম আবরারের ছোট ভাই, পড়বেন বুয়েটেই

জুলাই ৫, ২০২২
ADVERTISEMENT
হককথা

Editor: ABM Salahuddin Ahmed
Ass. Editor: Samiul Islam

Mailing Address: 87-50 Kingston Pl,
Apt #5H, Jamaica, NY 11432
Contact: +1 347-848-3834
E-mail: hakkathany@gmail.com
Published by WEEKLY HAKKATHA Inc.

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ৩:০৬)
  • ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলহজ, ১৪৪৩ হিজরি
  • ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ (বর্ষাকাল)

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

হককথা বিশেষ সংখ্যা

  • Terms
  • Policy
  • Contact Us

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.

No Result
View All Result
  • হক কথা
  • নিউইয়র্ক
  • বাংলাদেশ
  • প্রবাস
  • যুক্তরাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • তথ্য প্রযুক্তি
  • ক্লাসিফাইড
  • এক স্লিপ
  • আরো খবর
    • ইউএস প্রেসিডেন্ট ইলেকশন
    • ইতিহাসের এই দিনে
    • জাতিসংঘ
    • বিশ্বকাপ ক্রিকেট
    • বিশ্বকাপ ফুটবল
    • মিডিয়া
    • মুক্তাঙ্গন
    • লাইফ স্টাইল
    • সম্পাদকীয়
    • সাক্ষাতকার
    • সাহিত্য
    • স্বাস্থ্য
    • স্মরণ

© 2021 Hakkatha - Develop by Tech Avalon.