বিজ্ঞাপন :
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিষ্ফারণ

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
- / ৪৮৫ বার পঠিত
টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৯ মার্চ) রাতে একটি ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। একই সাথে আরো একটি ককটেল অবিষ্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে কে বা কারা বিশ্ববিদ্যালয়ের পালপাড়া সংলগ্ন ৫ নম্বর গেটে পরপর দুটি ককটেল ছুড়ে মারে। এরমধ্যে একটি ককটেল বিকট শব্দে বিষ্ফোরিত হয়। সাথে সাথে স্থানীয় সন্তোষ পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হলে পুলিশ এসে একটি ককটেল অবিষ্ফোরিত অবস্থায় উদ্ধারসহ অন্যান্য আলামত সংগ্রহ করে। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।