ভাসানীর মাজারে ফুল দেয়া নিয়ে বিএনপি’র একাধিক গ্রুপের মারামারি
- প্রকাশের সময় : ০৮:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
- / ৯৮৫ বার পঠিত
টাঙ্গাইল: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দেয়া নিয়ে বিএনপি’র একাধিক গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় পুলিশি লাঠিচার্জে ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছে। মাওলানা ভাসানীর ৩৯-তম মৃতুবার্ষিকীতে ১৭ নভেম্বর মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতি বছর ভাসানীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে টাঙ্গাইল শহর বিএনপি। কিন্তু এ বছর শহর বিএনপি’র মধ্যে একাধিক গ্রুপ ও গ্রুপগুলোর অভ্যন্তরীন কোন্দলের কারণে কোন স্মরণসভা করতে পারেনি দলটির নেতা কর্মীরা। এদিন সকাল থেকেই একাধিক গ্রুপের নেতা-কর্মীরা ভাসানীর মাজার প্রাঙ্গনে সমবেত হতে থাকেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা মাজার প্রাঙ্গনে এসে কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হন। এদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শামসুজ্জামান দুদু, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। দলীয় নেতা-কর্মীরা সবাই মিলে মাজারে পুস্পস্তবক অর্পনের জন্য যাওয়ার সময় একাধিক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়। এক সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এক গ্রুপ আরেক গ্রুপের পুস্পস্তবক ভেঙ্গে ফেলে। পরে উত্তেজিত নেতা-কর্মীদের মধে মারামারি শুররু হয়। এ অবস্থায় কেন্দ্রীয় নেতারা দ্রুত মাজার প্রাঙ্গনে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত পুলিশ লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। (টাঙ্গাইল ২৪ ডট কম)