নিউইয়র্ক ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভাবুন টাঙ্গাইলবাসী!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৭৩৪ বার পঠিত

টাঙ্গাইল: মানুষের ধৈয্যের একটা ক্ষমতা আছে। শহরের দক্ষিন থানা পাড়ার ভাসানী লেন থেকে বোখারী মসজিদ পর্যন্ত পাকা বিটুমিনাস রাস্তা দিনের পর দিন জল-মগ্ন। কি যে নরক যন্ত্রনা সহ্য করতে হচ্ছে নিরীহ-গোবেচারাদের এলাকার মানুষদের। কে কি বলবে? কাউন্সিলরদের কোন খোঁজ নেই? মানুষ কি খেয়ে যে এমন কাউন্সিলরদের ভোট দেয় বুঝিনা। যারা নকি তাদের ওয়ার্ডের বাসিন্দাদের নূন্যতম সেবা দিতেও পারেনা। তাদের লজ্জা হওয়া উচিৎ এবং ভবিষ্যতে এলাকাবাসীকে সাবধান হতে হবে এসব কাউন্সিলর রূপী ভোট ব্যবসায়ীদের ব্যাপারে! পোষ্টার-শুভেচ্ছা-কিছু নগদ টাকা-বিড়ি (বিড়ি বলা যাবেনা সিগারেট বলতে হবে)। প্লিজ শুধু কাউন্সিলর নয়, মেয়রের ব্যপারটাও ভাবতে হবে—– ভাবুন টাঙ্গাইল শহরবাসী! ফেজবুক থেকে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ভাবুন টাঙ্গাইলবাসী!

প্রকাশের সময় : ০৯:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫

টাঙ্গাইল: মানুষের ধৈয্যের একটা ক্ষমতা আছে। শহরের দক্ষিন থানা পাড়ার ভাসানী লেন থেকে বোখারী মসজিদ পর্যন্ত পাকা বিটুমিনাস রাস্তা দিনের পর দিন জল-মগ্ন। কি যে নরক যন্ত্রনা সহ্য করতে হচ্ছে নিরীহ-গোবেচারাদের এলাকার মানুষদের। কে কি বলবে? কাউন্সিলরদের কোন খোঁজ নেই? মানুষ কি খেয়ে যে এমন কাউন্সিলরদের ভোট দেয় বুঝিনা। যারা নকি তাদের ওয়ার্ডের বাসিন্দাদের নূন্যতম সেবা দিতেও পারেনা। তাদের লজ্জা হওয়া উচিৎ এবং ভবিষ্যতে এলাকাবাসীকে সাবধান হতে হবে এসব কাউন্সিলর রূপী ভোট ব্যবসায়ীদের ব্যাপারে! পোষ্টার-শুভেচ্ছা-কিছু নগদ টাকা-বিড়ি (বিড়ি বলা যাবেনা সিগারেট বলতে হবে)। প্লিজ শুধু কাউন্সিলর নয়, মেয়রের ব্যপারটাও ভাবতে হবে—– ভাবুন টাঙ্গাইল শহরবাসী! ফেজবুক থেকে।