নিউইয়র্ক ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বৃহস্পতি, রবি ও সোমবার জামায়াতের হরতাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪
  • / ৯০৩ বার পঠিত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রোববার ও সোমবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বুধবার দুপুরে রায়ের পর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিন দিন হরতালের মধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল হবে। এছাড়া দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল করার ঘোষণা দিয়েছে দলটি।

জামায়াতের এই হরতাল ঘোষণার একদিন আগেই রায়ের পরদিন বৃহস্পতিবার নাটোরে খালেদা জিয়ার জনসভা পিছিয়ে দেয় বিএনপি। পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার ওই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জামায়াতের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার নিজামীর মুক্তি দাবিতে দোয়া অনুষ্ঠান ও শনিবার বিক্ষোভ কর্মসূচি।

বিবৃতিতে জামায়াত বলছে, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।

দলকে নেতৃত্ব শূন্য করার জন্য মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ দলটির।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার জামায়াত আমিরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা করেন। রায়ে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি ঘটনার মধ্যে চারটিতে নিজামীকে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া চারটিতে দেওয়া হয়েছে যাবজ্জীবন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বৃহস্পতি, রবি ও সোমবার জামায়াতের হরতাল

প্রকাশের সময় : ১০:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রোববার ও সোমবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বুধবার দুপুরে রায়ের পর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিন দিন হরতালের মধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল হবে। এছাড়া দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল করার ঘোষণা দিয়েছে দলটি।

জামায়াতের এই হরতাল ঘোষণার একদিন আগেই রায়ের পরদিন বৃহস্পতিবার নাটোরে খালেদা জিয়ার জনসভা পিছিয়ে দেয় বিএনপি। পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার ওই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জামায়াতের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার নিজামীর মুক্তি দাবিতে দোয়া অনুষ্ঠান ও শনিবার বিক্ষোভ কর্মসূচি।

বিবৃতিতে জামায়াত বলছে, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়।

দলকে নেতৃত্ব শূন্য করার জন্য মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ দলটির।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার জামায়াত আমিরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা করেন। রায়ে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি ঘটনার মধ্যে চারটিতে নিজামীকে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া চারটিতে দেওয়া হয়েছে যাবজ্জীবন।