নিউইয়র্ক ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি: লোকসভাতেও বিল পাশ : হাসিনাকে মোদির ফোন, দেশবাসীকে শুভেচ্ছা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫
  • / ৬৭৮ বার পঠিত

কলকাতা: কোনরকম বিরোধ ও তিক্ততা ছাড়াই রাজ্যসভার মতোই লোকসভাতেও বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি কার্যকর সংক্রান্ত সংবিধান সংশোধন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে। এর ফলে দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে চিহ্নিত হওয়ার পথে প্রায় সব বাধাই দুর হয়ে গিয়েছে। এখন ভারতের ৫০ শতাংশ রাজ্যের সমর্থন পাওয়ার পর প্রেসিডেন্টের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলেই চুক্তি কার্যকর হবে। বৃহষ্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১১৯তম সংবিধান সংশোধন বিলটি লোকসভায় পেশ করেন। তিনি বিলটি সভায় পেশ করতে দীর্ঘ সময় লাগার কারণগুলি ব্যাখ্যা করেন। সেই সঙ্গে তিনি এই বিল আনার ক্ষেত্রে ভারতের পুর্ববর্তী মনমোহন সিংয়ের ভূমিকারও প্রশংসা করেন। এদিনের বিল নিয়ে আলোচনায় সকলেই এই বিলকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেন। দুই দেশের সম্পর্ক এর ফলে আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ভারতের জাতীয় স্বার্থও রক্ষিত হবে বলে সদস্যরা মত প্রকাশ করেন। একই সঙ্গে কয়েকজন সদস্য বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অভিন্ন নদীগুলির পানিবণ্টন সমস্যা সমাধানের পাশাপাশি ট্রানজিট, এনার্জি সহ সব ধরণের সহযোগিতার ক্ষেত্রে ভারতকে ভূমিকা রাখার আবেদন জানান। সভাতে অনেক সদস্যই ছিটমহলে যেভাবে দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তবে সংসদের দুই সভায় সংবিধান সংশোধনী বিলটি পাশ হওয়ার ফলে ছিটমহলের বাসিন্দা নাগরিকত্ব লাভ করবেন দীর্ঘ ৬৮ বছরের ব্যবধানে।
Hasina-Modiহাসিনাকে মোদির ফোন: ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল পাসের ঐতিহাসিক মুহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্প্রতিবার এক টুইট বার্তায় মোদি নিজেই সেটি প্রকাশ করেছেন। বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর মুহুর্তে (ল্যান্ড মার্ক ওকেশন) আমি বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানিয়েছি।
PM Hasinaসীমান্ত বিল পাস সরকারের কূটনৈতিক সাফল্য: ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হওয়ার ঘটনাকে সরকারের কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতের রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী গত বছরের ১৩ মার্চ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। বৃহস্প্রতিবার দ্বিতীয়বারের মতো নিজের অধীনে থাকা এ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মন্ত্রণালয়য়ের উর্ধতন কর্মবকর্তারা উপস্থিত ছিলেন।(দৈনিক মানবজমিন)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি: লোকসভাতেও বিল পাশ : হাসিনাকে মোদির ফোন, দেশবাসীকে শুভেচ্ছা

প্রকাশের সময় : ১০:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫

কলকাতা: কোনরকম বিরোধ ও তিক্ততা ছাড়াই রাজ্যসভার মতোই লোকসভাতেও বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি কার্যকর সংক্রান্ত সংবিধান সংশোধন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে। এর ফলে দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে চিহ্নিত হওয়ার পথে প্রায় সব বাধাই দুর হয়ে গিয়েছে। এখন ভারতের ৫০ শতাংশ রাজ্যের সমর্থন পাওয়ার পর প্রেসিডেন্টের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলেই চুক্তি কার্যকর হবে। বৃহষ্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১১৯তম সংবিধান সংশোধন বিলটি লোকসভায় পেশ করেন। তিনি বিলটি সভায় পেশ করতে দীর্ঘ সময় লাগার কারণগুলি ব্যাখ্যা করেন। সেই সঙ্গে তিনি এই বিল আনার ক্ষেত্রে ভারতের পুর্ববর্তী মনমোহন সিংয়ের ভূমিকারও প্রশংসা করেন। এদিনের বিল নিয়ে আলোচনায় সকলেই এই বিলকে ঐতিহাসিক বলে চিহ্নিত করেন। দুই দেশের সম্পর্ক এর ফলে আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ভারতের জাতীয় স্বার্থও রক্ষিত হবে বলে সদস্যরা মত প্রকাশ করেন। একই সঙ্গে কয়েকজন সদস্য বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অভিন্ন নদীগুলির পানিবণ্টন সমস্যা সমাধানের পাশাপাশি ট্রানজিট, এনার্জি সহ সব ধরণের সহযোগিতার ক্ষেত্রে ভারতকে ভূমিকা রাখার আবেদন জানান। সভাতে অনেক সদস্যই ছিটমহলে যেভাবে দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তবে সংসদের দুই সভায় সংবিধান সংশোধনী বিলটি পাশ হওয়ার ফলে ছিটমহলের বাসিন্দা নাগরিকত্ব লাভ করবেন দীর্ঘ ৬৮ বছরের ব্যবধানে।
Hasina-Modiহাসিনাকে মোদির ফোন: ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল পাসের ঐতিহাসিক মুহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্প্রতিবার এক টুইট বার্তায় মোদি নিজেই সেটি প্রকাশ করেছেন। বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর মুহুর্তে (ল্যান্ড মার্ক ওকেশন) আমি বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানিয়েছি।
PM Hasinaসীমান্ত বিল পাস সরকারের কূটনৈতিক সাফল্য: ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হওয়ার ঘটনাকে সরকারের কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ভারতের রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী গত বছরের ১৩ মার্চ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। বৃহস্প্রতিবার দ্বিতীয়বারের মতো নিজের অধীনে থাকা এ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মন্ত্রণালয়য়ের উর্ধতন কর্মবকর্তারা উপস্থিত ছিলেন।(দৈনিক মানবজমিন)