বাংলাদেশ আওয়ামী লীগ : উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ
- প্রকাশের সময় : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬
- / ২১১৭ বার পঠিত
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন শেষে আগামী তিন বছরের (২০১৬-২০১৯) জন্য দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়নের মনোনয়ন বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়। ২৯ অক্টোবর শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে ২৮ অক্টোবর শুক্রবার রাতে সভাপতিমন্ডলীর সভায় এই কমিটির চুড়ান্ত অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা। এছাড়া গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কাউন্সিলররা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিমন্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
উপদেষ্টা পরিষদ:
উপদেষ্টা পরিষেদের সদস্য হয়েছেন- ডা. এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মোহাম্মদ ইসহাক মিঞা, মোহাম্মদ রহমত আলী এমপি, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু এমপি, ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, ব্যারিষ্টার সফিক আহমেদ, সৈয়দ আবু নসর এডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. রুহুল হক এমপি, কাজী আকরাম উদ্দীন, এডভোকেট রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মোহাম্মদ হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর জমির, গোলাম মওলা নকশাবন্দি, ড. মির্জা এম এ জলিল, ড. প্রণব কুমার বড়–য়া, মে. জে. (অব.) আব্দুল হাফিজ মল্লিক পিএসসি, প্রফেসর ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজলুল হক, মোহাম্মদ রশিদুল আলম,স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন এবং চৌধুরী খালেকুজ্জামান।
সংসদসীয় বোর্ড:
মোট ১১ সদস্য বিশিষ্ট সংসদসীয় বোর্ডের সদস্যরা হলেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ রশিদুল আলম।
স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোয়ন বোর্ড:
এছাড়াও ১৯ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোয়ন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সদস্যরা হলেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্ণেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, মোহাম্মদ রশিদুল আলম, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও ড. আব্দুস সোবহান গোলাপ।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ:
এছাড়াও গত ২৫ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ চুড়ান্ত করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি- শেখ হাসিনা, সভাপতিমন্ডলীর সদস্য- সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বেগম মতিয়া চৌধুরী এমপি, বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফর উল্লাহ, এডভোকেট সাহারা খাতুন এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, পীযুষ কান্তী ভট্টাচার্য, নুুরুল ইসলাম নাহিদ এমপি, ড. আবদুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি ও অ্যাডভোকেট আবদুল মান্নান খান। সাধারণ সম্পাদক- ওবায়দুল কাদের এমপি। যুগ্ম সাধারণ সম্পাদক (চার জন)- মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি ও আবদুল রহমান এমপি। কোষাধ্যক্ষ- এইচ এন আশিকুর রহমান এমপি। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- টিপু মুন্সী এমপি, আইন বিষয়ক সম্পাদক- আবদুল মতিন খসরু এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক- ড. আবদুস সোবহান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক- অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ড. হাছান মাহমুদ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক- ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক- শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- আবদুস সাত্তার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক- হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক (আট জন)- আহম্মদ হোসেন, মোহাম্মদ মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী (নেেফল), উপ-প্রচার সম্পাদক- আমিনুল ইসলাম আমিন। এছাড়া আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এই তিনটি পদ শূণ্য রয়েছে। উপ-দফতর সম্পাদক পদেও এখন পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
কেন্দ্রীয় কমিটির সদস্যরা (২৮ জন) হলেন- আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, মোহাম্মদ মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি, কামরুল ইসলাম এমপি, নুুরুল মজিদ হুমায়ুন এমপি, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি এমপি, বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, নুরুল ইসলাম ঠান্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, এ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম রব্বানী চিনু, এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।