নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ একটি ঐতিহাসিক ভাষণ। এই ভাষণ শুনে আজো অনেকইে আবেক প্রবণ হয়ে পড়েন, অনেকেই উদ্দীপ্ত হন। বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ও ৭ মার্চের ভাষণ শুনে আলোড়িত হয়েছেন। জয় বলেছেন, যতবারই তিনি এই ভাষণ শুনেন, ততবারই প্রচন্ড আবেগে আলোড়িত হয়েছেন সজীব ওয়াজেদ জয়। গত ৬ মার্চ শুক্রবার মধ্যরাতে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে জয় এভাবেই প্রকাশ করেছেন তার নানার সেই বিখ্যাত ভাষণের অনুভূতি।
ফেসবুক টাইম লাইনে সজিব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ আমাদের জাতিকে পাকিস্তানী অবিচার, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জনে আন্দোলিত করেছিলো। প্রতিবার যখন আমি এই ভাষণটি শুনি তখন তা আমাকে প্রচন্ড আবেগে আলোড়িত করে।’