প্রেম না করায় খুন হলো ছাত্রী ও তার বাবা!

- প্রকাশের সময় : ০৯:১৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০১৫
- / ৭২২ বার পঠিত
ঢাকা: প্রেম করতে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রী ও তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের সাইফুল ইসলাম ও তার মেয়ে আঁখি আক্তার (১৫)। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আঁখি। আর তার বাবা বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবৎ এলাকার অজ্ঞাতপরিচয় বখাটে এক ছেলে আঁখিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হয়ে আঁখি ঘটনাটি পরিবারকে জানায়। এরই মধ্যে বুধবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালিয়ে আঁখিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এছাড়া মেয়ের চিৎকারে বাবা সাইফুল এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।