নিউইয়র্ক ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পিএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ । কমেছে প্রাথমিকে পাসের হার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
  • / ৭৭৬ বার পঠিত

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় গত বছরের চেয়ে এবছরে কমেছে পাসের হার। ২০১৪ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১৩ সালে প্রাথমিক সমাপনীতে পাসের হার ছিলো ৯৮ দশমিক ৫৮ শতাংশ।

কিন্তু ইবতেদায়ীতে বেড়েছে পাসের হার। ২০১৪ সালে ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১৩ সালে ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। তবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবছরে ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১৩ সালে ইবতেদায়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ হাজার ২৫৩ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে শুধু পাসের হার নয় জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে। এবছর প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। ২০১৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিকে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন।
এবছরে পাসে হার হ্রাসের কারণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, হঠাৎ করে কারণ বলা সম্ভব নয়, এজন্যে গবেষণা করে দেখতে হবে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে মোট ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭ দশমিক ৯২ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৮৭৬ জন ছাত্র ও ১৪ লাখ ২৭ হাজার ২০৭ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন।

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হয় ২৩ থেকে ৩০ নভেম্বর। ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদ্রাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন পরীক্ষার্থী।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

পিএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ । কমেছে প্রাথমিকে পাসের হার

প্রকাশের সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় গত বছরের চেয়ে এবছরে কমেছে পাসের হার। ২০১৪ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১৩ সালে প্রাথমিক সমাপনীতে পাসের হার ছিলো ৯৮ দশমিক ৫৮ শতাংশ।

কিন্তু ইবতেদায়ীতে বেড়েছে পাসের হার। ২০১৪ সালে ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১৩ সালে ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। তবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবছরে ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১৩ সালে ইবতেদায়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ হাজার ২৫৩ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে শুধু পাসের হার নয় জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে। এবছর প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। ২০১৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিকে ২ লাখ ৪০ হাজার ৯৬১ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন।
এবছরে পাসে হার হ্রাসের কারণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, হঠাৎ করে কারণ বলা সম্ভব নয়, এজন্যে গবেষণা করে দেখতে হবে। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে মোট ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৭ দশমিক ৯২ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৮৭৬ জন ছাত্র ও ১৪ লাখ ২৭ হাজার ২০৭ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন।

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হয় ২৩ থেকে ৩০ নভেম্বর। ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদ্রাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন পরীক্ষার্থী।