নিউইয়র্ক ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দেশ রক্ষায় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫
  • / ৬৫১ বার পঠিত

ঢাকা: জালেম সরকারের হাত থেকে দেশ রক্ষায় সব রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি (কাজী জাফর আহমদ) আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, লেডি হিটলারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এ জন্য দেশের সব রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে বসতে হবে। তিনি বলেন, কে বড় আর কে ছোট তা বিচার করার সময় নেই। দেশের জনগণকে রক্ষা করার জন্য সবাইকে একসঙ্গে বসতে হবে। কারণ এই জালেম সরকারের হাত থেকে জনগণকে বাঁচাতে হবে। তিনি আরো বলেন, আসুন, এই ইফতার মাহফিলে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এই লেডি হিটলার ও জালেম সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করে।
সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। তারা শুধু লুটপাটে ব্যস্ত। বিদেশ থেকে পচা গম আমদানি করছে। সেনাবাহিনী, পুলিশ কেউ এই গম নিতে চায় না। এই গম কাদের খাওয়াবেন? আওয়ামী লীগের লোকদের খাওয়ান। তাদের স্বাস্থ্য এমনিতেই ভাল। আরও ভাল হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহউদ্দিন মতিন, এলডিপির সাধারণ সম্পাদক ড. রেদওয়ান আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহীম (বীর প্রতীক), এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনিপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ (ভাসানী)র সভাপতি অ্যাডভোকট আজহারুল ইসলাম, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দেশ রক্ষায় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদার

প্রকাশের সময় : ১০:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫

ঢাকা: জালেম সরকারের হাত থেকে দেশ রক্ষায় সব রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি (কাজী জাফর আহমদ) আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, লেডি হিটলারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এ জন্য দেশের সব রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে বসতে হবে। তিনি বলেন, কে বড় আর কে ছোট তা বিচার করার সময় নেই। দেশের জনগণকে রক্ষা করার জন্য সবাইকে একসঙ্গে বসতে হবে। কারণ এই জালেম সরকারের হাত থেকে জনগণকে বাঁচাতে হবে। তিনি আরো বলেন, আসুন, এই ইফতার মাহফিলে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এই লেডি হিটলার ও জালেম সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করে।
সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। তারা শুধু লুটপাটে ব্যস্ত। বিদেশ থেকে পচা গম আমদানি করছে। সেনাবাহিনী, পুলিশ কেউ এই গম নিতে চায় না। এই গম কাদের খাওয়াবেন? আওয়ামী লীগের লোকদের খাওয়ান। তাদের স্বাস্থ্য এমনিতেই ভাল। আরও ভাল হবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদওয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহউদ্দিন মতিন, এলডিপির সাধারণ সম্পাদক ড. রেদওয়ান আহমেদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহীম (বীর প্রতীক), এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনিপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ (ভাসানী)র সভাপতি অ্যাডভোকট আজহারুল ইসলাম, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ প্রমুখ।