নিউইয়র্ক ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাকা বারে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল জয়ী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৬১৪ বার পঠিত

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের ওমর ফারুক ফারুকী জয়লাভ করেছেন। উল্লেখ্য, ঢাকা বারের নির্বাচনে সমিতির কার্যকরী পরিষদের ২৫টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫ হাজার ৩৭২ জন ভোটারের মধ্যে দুইদিনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৯২ জন।
নির্বাচনে সমিতির ১০টি সম্পাদকীয় পদের ৮টিতেই জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থীত সাদা প্যানেলের প্রার্থী। ১৫টি সদস্য পদের মধ্যে ১২টিতে জিতেছেন নীল প্যানেলের প্রার্থীরা। সাদা প্যানেলের প্রার্থীরা জিতেছেন মাত্র ৩টি পদে। মোট ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল পেয়েছে ২০টি। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে ৫টি আসন।
নির্বাচনে ভোট গণনা শেষে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে ঢাকা বারের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের বিজয়ে খুশী বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবিরা। তারা এই বিজয়কে সরকার বিরোধী আন্দোলনেরই বিজয় বলে দেখছে। অপরদিকে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্যানেলের বিজয়ে হতাশা ব্যক্ত করেছেন আওয়ামী পন্থী আইনজীবিরা। বিশেষ করে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ভীষণ মনোক্ষুন্ন বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন। নির্বাচনে ভোট গ্রহণের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে আয়োজিত আওয়ামী আইনজীবীদের এক সভায় খাদ্যমন্ত্রী কামরুল বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্যানেলকে জয়ী করার জন্য দলীয় অঅইনজীবীদের কান্না জড়িত কন্ঠে আকুতিও জানিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ঢাকা বারে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল জয়ী

প্রকাশের সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৫

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের ওমর ফারুক ফারুকী জয়লাভ করেছেন। উল্লেখ্য, ঢাকা বারের নির্বাচনে সমিতির কার্যকরী পরিষদের ২৫টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫ হাজার ৩৭২ জন ভোটারের মধ্যে দুইদিনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৯২ জন।
নির্বাচনে সমিতির ১০টি সম্পাদকীয় পদের ৮টিতেই জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থীত সাদা প্যানেলের প্রার্থী। ১৫টি সদস্য পদের মধ্যে ১২টিতে জিতেছেন নীল প্যানেলের প্রার্থীরা। সাদা প্যানেলের প্রার্থীরা জিতেছেন মাত্র ৩টি পদে। মোট ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল পেয়েছে ২০টি। আর আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল পেয়েছে ৫টি আসন।
নির্বাচনে ভোট গণনা শেষে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে ঢাকা বারের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের বিজয়ে খুশী বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবিরা। তারা এই বিজয়কে সরকার বিরোধী আন্দোলনেরই বিজয় বলে দেখছে। অপরদিকে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্যানেলের বিজয়ে হতাশা ব্যক্ত করেছেন আওয়ামী পন্থী আইনজীবিরা। বিশেষ করে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ভীষণ মনোক্ষুন্ন বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন। নির্বাচনে ভোট গ্রহণের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে আয়োজিত আওয়ামী আইনজীবীদের এক সভায় খাদ্যমন্ত্রী কামরুল বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্যানেলকে জয়ী করার জন্য দলীয় অঅইনজীবীদের কান্না জড়িত কন্ঠে আকুতিও জানিয়েছিলেন।