ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেই চলবে নেপাল-ভুটানের গাড়ী : চার দেশে সড়ক যোগাযোগ জানুয়ারীতে
- প্রকাশের সময় : ১২:১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
- / ৮৪১ বার পঠিত
টাঙ্গাইল: দেশের আন্তঃজেলা যানবাহনের পাশাপাশি ‘ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু’ সেতু মহাসড়কেই চলবে অতিরিক্ত দু দেশের যানবাহন ব্যক্তিগত, যাত্রীবাহী ও বাণিজ্যিক এ তিন ক্যাটাগরির যানবাহন চলাচল করবে এই মহাসড়কে আগামী বছর থেকেই নেপাল ও ভূটানের সাথে বাংলাদেশের যাত্রী ও যান চলাচল শুরু হবে বলে জানা গেছে নেপাল ও ভূটান থেকে যানবাহন এই মহাসড়ক হয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করবে এবং পরবর্তীতে ভারতে যাতায়াত করবে
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও যান চলাচল শুরু হবে জানুয়ারী থেকেই। এর অংশ হিসেবে দুই দেশের তিন ক্যাটাগরির যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করবে এ লক্ষ্যে বাংলাদেশের রাস্তাগুলো মেরামতের কাজ চলছে এবং সময়মতোই সেটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী আরও জানান, যাত্রী ও যান চলাচলে প্রত্যেক দেশের নিয়মানুযায়ী মূল্য সংযোজন কর নির্ধারিত থাকবে। বাংলাদেশে এ কর কত হবে, সেটিও সময়মতো আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।
ওবায়দুল কাদের বলেন, বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র্যালিটি আগামী ১৪ নভেম্বর ভারত থেকে শুরু হবে।