নিউইয়র্ক ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টানা তৃতীয় বারেও সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বিএনপি-জামায়াতপন্থীরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫
  • / ৬২৮ বার পঠিত

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারেও (২০১৫-১৬) সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত (নীল প্যানেল হিসেবে পরিচিত) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ মোট নয়টি পদে জয়লাভ করেছেন তারা। অপর দিকে একটি সহ-সভাপতিসহ পাঁচটি পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল হিসেবে পরিচিত) সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
টানা দুই দিন ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে গণনা শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হারুনুর রশিদ সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুদিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ছিল মধ্যাহ্ন ভোজের বিরতি। জানা গেছে, এবার ৪ হাজার ৩৬২ জন ভোটারের মধ্যে দুদিনে ৩ হাজার ৫২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলা-ফল অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৮০৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন এক হাজার ৬২৭ ভোট। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন এক হাজার ৯৩৭ ভোট পেয়ে নীল প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের এএসএম মোক্তার কবির খান, সহ-সম্পাদক পদে মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল ও কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম দুলালী নির্বাচিত হয়েছেন। আর সদস্য পদে নির্বাচিত হয়েছেন শামীমা সুলতানা দিপ্তী, আনোয়ারুল ইসলাম শাহিন, মির্জা আল মাহমুদ এবং মোহাম্মদ জসিম সরকার।
অন্যদিকে সহ-সভাপতি পদে সরকার সমর্থক প্যানেলের আবুল খায়ের, সহ-সম্পাদক পদে দেলওয়ার মোস্তফা চৌধুরী নির্বাচিত হয়েছেন। আর সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন শামীম, একেএম দাউদুর রহমান মিনা এবং অমিত দাশগুপ্ত।
এদিকে নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পু:নপ্রতিষ্ঠায় কাজ করবো আমরা। বিচার বিভাগের স্বাধিনতা রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবী সমিতি ভূমিকা রাখবে। এছাড়া বরাবরের মতো আইনজীবীদের কল্যাণে সব কিছু করা হবে বলেও জানান তিনি। (দৈনিক আমাদের অর্থনীতি)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

টানা তৃতীয় বারেও সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বিএনপি-জামায়াতপন্থীরা

প্রকাশের সময় : ০৪:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারেও (২০১৫-১৬) সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত (নীল প্যানেল হিসেবে পরিচিত) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সমিতির ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ মোট নয়টি পদে জয়লাভ করেছেন তারা। অপর দিকে একটি সহ-সভাপতিসহ পাঁচটি পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল হিসেবে পরিচিত) সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
টানা দুই দিন ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে গণনা শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হারুনুর রশিদ সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুদিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ছিল মধ্যাহ্ন ভোজের বিরতি। জানা গেছে, এবার ৪ হাজার ৩৬২ জন ভোটারের মধ্যে দুদিনে ৩ হাজার ৫২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলা-ফল অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৮০৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন এক হাজার ৬২৭ ভোট। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন এক হাজার ৯৩৭ ভোট পেয়ে নীল প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের এএসএম মোক্তার কবির খান, সহ-সম্পাদক পদে মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল ও কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম দুলালী নির্বাচিত হয়েছেন। আর সদস্য পদে নির্বাচিত হয়েছেন শামীমা সুলতানা দিপ্তী, আনোয়ারুল ইসলাম শাহিন, মির্জা আল মাহমুদ এবং মোহাম্মদ জসিম সরকার।
অন্যদিকে সহ-সভাপতি পদে সরকার সমর্থক প্যানেলের আবুল খায়ের, সহ-সম্পাদক পদে দেলওয়ার মোস্তফা চৌধুরী নির্বাচিত হয়েছেন। আর সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন শামীম, একেএম দাউদুর রহমান মিনা এবং অমিত দাশগুপ্ত।
এদিকে নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পু:নপ্রতিষ্ঠায় কাজ করবো আমরা। বিচার বিভাগের স্বাধিনতা রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবী সমিতি ভূমিকা রাখবে। এছাড়া বরাবরের মতো আইনজীবীদের কল্যাণে সব কিছু করা হবে বলেও জানান তিনি। (দৈনিক আমাদের অর্থনীতি)