টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে ১০জনের মনোনয়ন দাখিল

- প্রকাশের সময় : ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
- / ৬০৫ বার পঠিত
টাঙ্গাইল: বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচনে ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১১ অক্টোবর রোববার সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসান ইমাম (সোহেল হাজারী), কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম), একই দলের নাজনীন কাদের সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী। এছাড়া জাতীয় পার্টি জেপি’র (মঞ্জু) পক্ষে সাদেক সিদ্দিকী, বিএনএফ প্রার্থী আতোয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল আলিম মনোনয়নপত্র জমা দেন।
আব্দুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ থেকে সর্বাধিক চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বিএনপি বা জাতীয় পার্টি (এরশাদ) থেকে কেউ প্রার্থী হননি। প্রার্থীদের মধ্যে একমাত্র আব্দুল কাদের সিদ্দিকী ইতিপূর্বে জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২১ অক্টোবর প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।
উল্লেখ্য, পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে আগামী ১০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আরো উল্লেখ্য, লতিফ সিদ্দিকী সহদর আব্দুল কাদের সিদ্দিকী।