নিউইয়র্ক: টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিলকে আটক করার পর রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে পুলিশ তাকে স্থানীয় আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটার (স্থানীয় সময়) দিকে টাঙ্গাইল শহরস্থ কুমুদিনী মহিলা কলেজ সংলগ্ন নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী লোকজন তাকে আটক করে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়। উল্লেখ্য, শাতিল বর্তমানে যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট।
নিউইয়র্ক প্রবাসী শাতিলের সহোদর খন্দকার বদরুজ্জামান পিকলু ইউএনএ প্রতিনিধিকে বলেন, মায়ের অসুস্থ্যতার খবর পেয়ে শাতিল সম্প্রতি বাংলাদেশে যায়। টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি ও দায়িত্বশীল নেতা হিসেবে বিএনপি দলীয় কর্মকান্ডেও অংশ নেয়। কিন্তু কেনা অভিযোগ ছাড়াই মঙ্গলবার সন্ধ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী লোকজন তাকে আটক করে নিয়ে যায়। শাতিলের পরিবার থেকে অবিলম্বে তার মুক্তি দাবী করা হয়েছে ।