টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ১০ লাখ টাঙ্গাইলবাসীর গণস্বাক্ষর জমা
- প্রকাশের সময় : ০২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫
- / ৪৯৮ বার পঠিত
টাঙ্গাইল: টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে ১২ মার্চ বৃহস্পতিবার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর ১০ লাখ টাঙ্গাইলবাসীর গণস্বাক্ষর জমা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে গণ স্বাক্ষরের কপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।
এদিকে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে এদিন সকালে কোর্ট চত্ত্বরে মানবন্ধন কর্মসুচি পালিত হয়। পরে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি প্রধানমন্ত্রী বরাবর ১০ লাখ লোকের গণস্বাক্ষরের কপি (বই) টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেনের নিকট হস্তান্তর করেন। দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জাফর আহমেদ, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়াম্যান খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ বিশিষ্ট ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী থেকে ১১ মার্চ পর্যন্ত টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে প্রায় ১০ লাখ টাঙ্গাইলবাসী গণস্বাক্ষর করে। গণস্বাক্ষর অভিযান চলমান রয়েছে। আগামী দেড় মাসের মধ্যে অনন্ত ১৫ লাখ টাঙ্গাইলবাসী গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। একই দাবীতে টাঙ্গাইল স্তব্ধ কর্মসুচি, মানববন্ধন, আলোচনা সভা, র্যালীসহ বিভিন্ন কর্মসুচিতে টাঙ্গাইলবাসী একাত্মতা ঘোষনা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ এ কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীরাও বিবৃতির মাধ্যমে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবি সমর্থন জানান।