নিউইয়র্ক ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • / ২১৪ বার পঠিত

ঢাকা ডেস্ক: ‘সাহিত্য আনুক মানবমুক্তি’ এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখা টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে। সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু, সাধারণ সম্পাদক দীপংকর গৌতম, সম্পাদক ম-লীর সদস্য মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সিদ্দিক আহমদ, সদস্য দীনবন্ধু দাস, সদস্য অধ্যাপক নাজির হোসেন, লেখক সংঘের জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওয়াহেদুজ্জামান মতি, জেলা শাখার সদস্য সেকান্দার হায়াত, জুলফিকার হায়দার, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু প্রমুখ।
উদ্বোধন অধিবেশন শেষে ‘প্রগতি লেখক সংঘ এবং লেখকের দায়বদ্ধতা’ এবং ‘কী লিখি, কেন লিখি, কী লিখবো এবং লেখকের স্বাধীনতা’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গোলাম কিবরিয়া পিনু, দীপংকর গৌতম, দেবাশীষ দেব, তরুণ ইউসুফ, আলী রেজা, সুব্রত দত্ত, দীপক পাল প্রমুখ আলোচনায় অংশ নেন। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে স্থানীয় কবিরা অংশগ্রহণ করেন। শেষে টাঙ্গাইল উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯

ঢাকা ডেস্ক: ‘সাহিত্য আনুক মানবমুক্তি’ এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখা টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে। সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু, সাধারণ সম্পাদক দীপংকর গৌতম, সম্পাদক ম-লীর সদস্য মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য সিদ্দিক আহমদ, সদস্য দীনবন্ধু দাস, সদস্য অধ্যাপক নাজির হোসেন, লেখক সংঘের জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওয়াহেদুজ্জামান মতি, জেলা শাখার সদস্য সেকান্দার হায়াত, জুলফিকার হায়দার, প্রগতি লেখক সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু প্রমুখ।
উদ্বোধন অধিবেশন শেষে ‘প্রগতি লেখক সংঘ এবং লেখকের দায়বদ্ধতা’ এবং ‘কী লিখি, কেন লিখি, কী লিখবো এবং লেখকের স্বাধীনতা’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গোলাম কিবরিয়া পিনু, দীপংকর গৌতম, দেবাশীষ দেব, তরুণ ইউসুফ, আলী রেজা, সুব্রত দত্ত, দীপক পাল প্রমুখ আলোচনায় অংশ নেন। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে স্থানীয় কবিরা অংশগ্রহণ করেন। শেষে টাঙ্গাইল উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।