নিউইয়র্ক ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টাঙ্গাইলের ৮টি পৌরসভায় মেয়র প্রার্থী ৩৮ জন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • / ৮৬৬ বার পঠিত

টাঙ্গাইল: টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার ৮টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। পৌরসভা গুলো হচ্ছে- ধনবাড়ী, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল, সখীপুর ও মির্জাপুর। গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্ব স্ব পৌরসভার রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কাছে মনোয়নপত্র জমা দেন।
টাঙ্গাইলঃ টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন টাঙ্গাইল পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল হকের ছেলে মাহমুদুর রহমান সানু, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রাথীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জাফর আহমেদ, খেলাফত মজলিস সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাসনাত আল আমিন ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের।
কালিহাতীঃ কালিহাতী পৌরসভায় মেয়র পদে ৪ জন মনোনয়পত্র জমা দিয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত আনছার আলী বিকম, বিএনপি মনোনিত আলী আকবর জব্বার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম শহীদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই পৌরসভায় কাউন্সিলর পদে ৩৩ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভূঞাপুরঃ ভূঞাপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদসহ দলটির স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল খালেক মন্ডল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উপজেলায় এবার পৌর নির্বাচনে দুই দল মিলিয়ে ৫জন মেয়র প্রার্থী হয়েছেন। তবে বড় দুই রাজনৈতিক দল ছাড়া আর কোন দলের প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।
উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল জানান, পৌর নির্বাচনে মেয়র পদে মাসুদুল হক মাসুদ, আজহারুল ইসলাম, তারিকুল ইসলাম চঞ্চল, আলহাজ আবদুল খালেক মন্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর সাধারন পদে ৩৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মধুপুরঃ মধুপুর পৌরসভায় মেয়র পদে ৩জন মনোনয়ন জমা দিয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের মাসুদ পারভেজ, বিএনপির শহীদুল ইসলাম সরকার (সরকার শহীদ) ও খেলাফত মজলিসের হারুনুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৪২জন মনোনয়নপত্র দাখিল করেন।
ধনবাড়ীঃ ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে ৪জন। এরা হলেন, আওয়ামী লীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপির আব্দুস সোবহান, জাতীয় পার্টি (এরশাদ) ফেরদৌস রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগ নেতা হেলাল বকুল মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মির্জাপুরঃ মির্জাপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শাহাদত হোসেন সুমন, বিএনপির হযরত আলী মিঞা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে নয়জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গোপালপুরঃ গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। এরা হলেন, আওয়ামী লীগ মনোনিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রকিবুল হক ছানা, বিএনপি মনোনিত উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত আব্বাস আলী, জাসদ (ইনু) এর প্রার্থী জুলহাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান আজাদ ও স্বতন্ত্র বেলায়েত হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে ১২ জন ও সাধারন কাউন্সিলর পদে মোট ৪২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সখিপুরঃ সখিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৬জন মনোনয়ন জমা দিয়েছে। এরা হলেন, আওয়ামী লীগের আবু হানিফ আজাদ, বিএনপি’র নাসির উদ্দিন, জাতীয় পার্টি (এরশাদ) এর আয়নাল শিকদার, এনপিপি এর ফারুখ হোসেন, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব। এছাড়াও সংরক্ষিত মহিলা প্রার্থী ১১জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

টাঙ্গাইলের ৮টি পৌরসভায় মেয়র প্রার্থী ৩৮ জন

প্রকাশের সময় : ১২:০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫

টাঙ্গাইল: টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার ৮টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। পৌরসভা গুলো হচ্ছে- ধনবাড়ী, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল, সখীপুর ও মির্জাপুর। গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্ব স্ব পৌরসভার রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কাছে মনোয়নপত্র জমা দেন।
টাঙ্গাইলঃ টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন টাঙ্গাইল পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র জামিলুর রহমান মিরন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল হকের ছেলে মাহমুদুর রহমান সানু, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রাথীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জাফর আহমেদ, খেলাফত মজলিস সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন হাসনাত আল আমিন ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের।
কালিহাতীঃ কালিহাতী পৌরসভায় মেয়র পদে ৪ জন মনোনয়পত্র জমা দিয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত আনছার আলী বিকম, বিএনপি মনোনিত আলী আকবর জব্বার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম শহীদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই পৌরসভায় কাউন্সিলর পদে ৩৩ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভূঞাপুরঃ ভূঞাপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদসহ দলটির স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল খালেক মন্ডল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উপজেলায় এবার পৌর নির্বাচনে দুই দল মিলিয়ে ৫জন মেয়র প্রার্থী হয়েছেন। তবে বড় দুই রাজনৈতিক দল ছাড়া আর কোন দলের প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।
উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল জানান, পৌর নির্বাচনে মেয়র পদে মাসুদুল হক মাসুদ, আজহারুল ইসলাম, তারিকুল ইসলাম চঞ্চল, আলহাজ আবদুল খালেক মন্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর সাধারন পদে ৩৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মধুপুরঃ মধুপুর পৌরসভায় মেয়র পদে ৩জন মনোনয়ন জমা দিয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের মাসুদ পারভেজ, বিএনপির শহীদুল ইসলাম সরকার (সরকার শহীদ) ও খেলাফত মজলিসের হারুনুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৪২জন মনোনয়নপত্র দাখিল করেন।
ধনবাড়ীঃ ধনবাড়ী পৌরসভায় মেয়র পদে ৪জন। এরা হলেন, আওয়ামী লীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপির আব্দুস সোবহান, জাতীয় পার্টি (এরশাদ) ফেরদৌস রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আ’লীগ নেতা হেলাল বকুল মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মির্জাপুরঃ মির্জাপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শাহাদত হোসেন সুমন, বিএনপির হযরত আলী মিঞা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে নয়জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গোপালপুরঃ গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। এরা হলেন, আওয়ামী লীগ মনোনিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রকিবুল হক ছানা, বিএনপি মনোনিত উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত আব্বাস আলী, জাসদ (ইনু) এর প্রার্থী জুলহাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান আজাদ ও স্বতন্ত্র বেলায়েত হোসেন। এছাড়া সংরক্ষিত মহিলা পদে ১২ জন ও সাধারন কাউন্সিলর পদে মোট ৪২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সখিপুরঃ সখিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৬জন মনোনয়ন জমা দিয়েছে। এরা হলেন, আওয়ামী লীগের আবু হানিফ আজাদ, বিএনপি’র নাসির উদ্দিন, জাতীয় পার্টি (এরশাদ) এর আয়নাল শিকদার, এনপিপি এর ফারুখ হোসেন, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব। এছাড়াও সংরক্ষিত মহিলা প্রার্থী ১১জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।