নিউইয়র্ক ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি ধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
  • / ৬৩১ বার পঠিত

ঢাকা: জেল হত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩ নভেম্বর বৃহস্প্রতিবার ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মরহুম নেতৃবৃন্দের স্মরণে প্রধানমন্ত্রী বৃহস্প্রতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর রাতে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা যথাক্রমে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও বাণিজ্যমন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই চার নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের জন্য বিজয় অর্জন করেন।
jail_hotta_dibosh-picপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐদিন প্রথমে সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম-সচিব মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলহত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি ধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশের সময় : ১০:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬

ঢাকা: জেল হত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩ নভেম্বর বৃহস্প্রতিবার ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মরহুম নেতৃবৃন্দের স্মরণে প্রধানমন্ত্রী বৃহস্প্রতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর রাতে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা যথাক্রমে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও বাণিজ্যমন্ত্রী এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই চার নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের জন্য বিজয় অর্জন করেন।
jail_hotta_dibosh-picপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐদিন প্রথমে সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম-সচিব মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলহত্যা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।