জিয়াদের লাশ উদ্ধারকারীদের সম্মাননা প্রদান
- প্রকাশের সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
- / ৭৪৩ বার পঠিত
ঢাকা: শাহজাহানপুরে পানির পাইপে আটকেপড়া শিশু জিয়াদকে উদ্ধারকারী স্বেচ্ছাসেবকদের সম্মাননা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস সদর দফতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও ৩০ স্বেচ্ছাসেবীকে সংবর্ধনা দেয় ফায়ার সার্ভিস। এর মধ্যে জিয়াদকে উদ্ধারকারী স্বেচ্ছাসেবকরাও রয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তাই উদ্ধারের জন্য কী ধরনের যন্ত্রপাতি প্রয়োজন তা তাৎক্ষণিক জানা যায়নি।
জিয়াদকে উদ্ধারে ব্যবহৃত স্বেচ্ছাসেবীদের ক্যাচারটি সবার পরামর্শেই বানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, যাদের গাফিলতির কারণে জিয়াদ মারা গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নলকূপের পাইপটি ওয়াসার নয়, এটি রেলওয়ে কর্তৃপক্ষের। এ বিষয়ে ব্যবস্থা নিতে রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
জিয়াদকে উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক নূর মোহাম্মদ বলেন, প্রথম দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পাত্তা দেননি। পরে তাদের সুযোগ দিয়েছিলেন। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে জিয়াদকে উদ্ধার করা হয়। তবে ফায়ার সার্ভিসের রশি ব্যবহার করা হয়েছিল। অপর এক স্বেচ্ছাসেবক এ কে এম রহমত উল্লাহ স্বেচ্ছাসেবকদের জন্য আলাদা একটি পোশাকের ব্যবস্থা করার দাবি জানান।