নিউইয়র্ক ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাসদকে ‘ইতিহাস’ মনে করালেন খালেদা জিয়াও

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬
  • / ৬৪০ বার পঠিত

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, একসময় যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে আজ আওয়ামী লীগ সেই হত্যাকারীদেরই মূল্যায়ন করছে। বাদ পড়ছে তাদেরই পোড় খাওয়া নেতা-কর্মীরা। এই জন্যই আজ দেশের এই দুরবস্থা। জাসদ নেতাদের মন্ত্রিপরিষদে রাখায় ভবিষ্যতে এর জন্য পস্লাতে হবে আওয়ামী লীগকে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন মন্তব্যের পর এবার বিএপির আলোচনায় জাসদ। ১৪ জুন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ইফতার মাহফিলের আলোচনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘তাদের দলে এমন সব লোক রয়েছে যারা গুম-খুনে অনেক আগে থেকেই অভিজ্ঞ। স্বাধীনতার পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো এই দলের লোকগুলো তখন আওয়ামী লীগের লোকজনকে গুম-খুন করতো। তাদের নেতা সম্পর্কে খারাপ ভাষায় বক্তব্য দিতো।’ ‘আজ নিজের দলের লোককে মূল্যায়ণ না করে এই খুনীদের মূল্যায়ণ করা হচ্ছে। তার ফলেই কিন্তু দেশে এই অবস্থা হচ্ছে।’
গুপ্তহত্যা বন্ধে দেশব্যাপী যে জঙ্গি বিরোধী অভিযান চলছে তা নিয়েও সমালোচনা করে বেগম জিয়া বলেন, বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সকল নেতাকর্মী এবং নিরীহ সাধারণ মানুষগুলোকে ধরছে। ধরে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। সন্ত্রাস দমন নয় বরং সারা দেশব্যাপী সন্ত্রাস ছড়িয়ে দিয়ে, জঙ্গিদের উত্থান ঘটিয়ে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দিতে চায় সরকার বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিরোধীদলের নেতাকর্মীদের নয় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জাসদকে ‘ইতিহাস’ মনে করালেন খালেদা জিয়াও

প্রকাশের সময় : ১১:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, একসময় যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে আজ আওয়ামী লীগ সেই হত্যাকারীদেরই মূল্যায়ন করছে। বাদ পড়ছে তাদেরই পোড় খাওয়া নেতা-কর্মীরা। এই জন্যই আজ দেশের এই দুরবস্থা। জাসদ নেতাদের মন্ত্রিপরিষদে রাখায় ভবিষ্যতে এর জন্য পস্লাতে হবে আওয়ামী লীগকে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন মন্তব্যের পর এবার বিএপির আলোচনায় জাসদ। ১৪ জুন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ইফতার মাহফিলের আলোচনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘তাদের দলে এমন সব লোক রয়েছে যারা গুম-খুনে অনেক আগে থেকেই অভিজ্ঞ। স্বাধীনতার পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো এই দলের লোকগুলো তখন আওয়ামী লীগের লোকজনকে গুম-খুন করতো। তাদের নেতা সম্পর্কে খারাপ ভাষায় বক্তব্য দিতো।’ ‘আজ নিজের দলের লোককে মূল্যায়ণ না করে এই খুনীদের মূল্যায়ণ করা হচ্ছে। তার ফলেই কিন্তু দেশে এই অবস্থা হচ্ছে।’
গুপ্তহত্যা বন্ধে দেশব্যাপী যে জঙ্গি বিরোধী অভিযান চলছে তা নিয়েও সমালোচনা করে বেগম জিয়া বলেন, বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সকল নেতাকর্মী এবং নিরীহ সাধারণ মানুষগুলোকে ধরছে। ধরে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। সন্ত্রাস দমন নয় বরং সারা দেশব্যাপী সন্ত্রাস ছড়িয়ে দিয়ে, জঙ্গিদের উত্থান ঘটিয়ে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দিতে চায় সরকার বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিরোধীদলের নেতাকর্মীদের নয় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা।