নিউইয়র্ক ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬
  • / ৮১৪ বার পঠিত

ঢাকা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৮) নামে এক জুতা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নেপেন চন্দ্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেবেশ চন্দ্র প্রমাণিক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকার মৃত যোগেস চন্দ্র প্রমাণিকের ছেলে। তিনি জুতার ব্যবসা করে সংসার চালাতেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কিন্তু কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। আজ বুধবার সকালে ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে দেবেশ চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্রের। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহত দেবেশ চন্দ্র প্রমাণিকের ছেলে দেবাশিষ চন্দ্রের অভিযোগ, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তার বাবার দোকানে এসে জুতা ও টাকা দাবি করতেন। এতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এ জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬

ঢাকা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৮) নামে এক জুতা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নেপেন চন্দ্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেবেশ চন্দ্র প্রমাণিক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকার মৃত যোগেস চন্দ্র প্রমাণিকের ছেলে। তিনি জুতার ব্যবসা করে সংসার চালাতেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কিন্তু কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। আজ বুধবার সকালে ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে দেবেশ চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্রের। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহত দেবেশ চন্দ্র প্রমাণিকের ছেলে দেবাশিষ চন্দ্রের অভিযোগ, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তার বাবার দোকানে এসে জুতা ও টাকা দাবি করতেন। এতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এ জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।