নিউইয়র্ক ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

খোকাসহ ৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
  • / ৯৯৭ বার পঠিত

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালত এ আদেশ দেন।

এদিন অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি ছিল। শুনানি শেষে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অন্য আসামিরা হলেন- তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

এছাড়া মামলায় অপর আসামি মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৪ আসামি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী বছরের ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরন থেকে জানা যায়, গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজসে বোমা হামলা ঘটান।

এ ঘটনায় শেরে বাংলানগর থানার এসআই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

খোকাসহ ৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ

প্রকাশের সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালত এ আদেশ দেন।

এদিন অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি ছিল। শুনানি শেষে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অন্য আসামিরা হলেন- তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

এছাড়া মামলায় অপর আসামি মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৪ আসামি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী বছরের ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরন থেকে জানা যায়, গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজসে বোমা হামলা ঘটান।

এ ঘটনায় শেরে বাংলানগর থানার এসআই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা দায়ের করেন।