নিউইয়র্ক ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়াশিংটনে বিসওয়ালের সঙ্গে ড. ওসমান ফারুকের বৈঠক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫
  • / ৫৩৫ বার পঠিত

ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন।
গত ৪ মার্চ অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত প্রকাশ করা না হলেও স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও উদ্বেগ জানানো হয়েছে। ঐ কর্মকর্তা বলেন, নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি সহিংসতা পরিহার করে নিজেদের দাবীর সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন।
“বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালনের পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালনে আরো দায়িত্ববান হতে পারে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।
তিনি জানান, সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিভিন্ন সময় দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সরকারী কর্মকর্তা, বিরোধীদলীয় রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ড. ওসমান ফারুকের সঙ্গে এই আলোচনা।
বৈঠকের বিষয়ে জানতে ওসমান ফারুকের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ১৬ নভেম্বর নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে প্রথমবারের মতো ঢাকায় এসে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন ওবামা প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত সহকারী মন্ত্রী বিসওয়াল।
একবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গত বছরের ২৭ নভেম্বর দুই দিনের সফরে ঢাকা আসেন। দ্বিতীয় দফা সফরে বিসওয়াল বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রমিক অধিকার কর্মীসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ওয়াশিংটনে বিসওয়ালের সঙ্গে ড. ওসমান ফারুকের বৈঠক

প্রকাশের সময় : ১১:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫

ওয়াশিংটন ডিসি: ওয়াশিংটনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন।
গত ৪ মার্চ অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত প্রকাশ করা না হলেও স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও উদ্বেগ জানানো হয়েছে। ঐ কর্মকর্তা বলেন, নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি সহিংসতা পরিহার করে নিজেদের দাবীর সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন।
“বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালনের পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালনে আরো দায়িত্ববান হতে পারে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।
তিনি জানান, সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিভিন্ন সময় দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সরকারী কর্মকর্তা, বিরোধীদলীয় রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ড. ওসমান ফারুকের সঙ্গে এই আলোচনা।
বৈঠকের বিষয়ে জানতে ওসমান ফারুকের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ১৬ নভেম্বর নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে প্রথমবারের মতো ঢাকায় এসে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন ওবামা প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত সহকারী মন্ত্রী বিসওয়াল।
একবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গত বছরের ২৭ নভেম্বর দুই দিনের সফরে ঢাকা আসেন। দ্বিতীয় দফা সফরে বিসওয়াল বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রমিক অধিকার কর্মীসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।