নিউইয়র্ক ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এত রাতে রামপুরায় হাজার মানুষ কোত্থেকে এলো : কাদের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / ৭ বার পঠিত

ঢাকা ডেস্ক : রাজনৈতিক উসকানি দিয়ে শিক্ষার্থীদের মাঠে নামানো হচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন যে কারণে হচ্ছে তা অযৌক্তিক না সেটা আমি স্বীকার করি। যতই সময় যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ দিচ্ছে ঠিক তখনই রাজনৈতিক উসকানি দিয়ে তাদের মাঠে নামানো হচ্ছে।

রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল এসব নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ড পরিদর্শন শেষে গণামাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক দল থেকে যদি উসকানি দেয়, সে প্রমাণ আমাদের কাছে আছে। ভিডিও ফুটেজ আছে। রাজনৈতিক দলের মহানগরের এক নেত্রী রাস্তায় দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের উসকে দিচ্ছে। স্কুলের পোশাক পরে এক রাজনৈতিক দলের নারী নেত্রী রামপুরা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছাত্রদের উসকানি দিচ্ছে। এসব বাইরে থেকে হচ্ছে।

তিনি বলেন, এখানে রাজনৈতিক উসকানি আছে এবং রাজনৈতিকভাবেও এদের উৎসাহিত করা হচ্ছে। এই আন্দোলন একটি বিশেষ এলাকার মধ্য সীমাবদ্ধ। রামপুরা এলাকার মধ্যেই হচ্ছে। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, অনেকে স্থাগিত করেছে। নিরাপদ সড়ক আন্দোলন যে কারণে হচ্ছে তা অযৌক্তিক না সেটা আমি স্বীকার করি। যতই সময় যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ দিচ্ছে ঠিক তখনই রাজনৈতিক উসকানি দিয়ে তাদের মাঠে নামানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। নিয়ম অনুযায়ী উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে দুই-তিনটি ঘটনা ঘটেছে- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি, এরপর আরও একটা মৃত্যুর ঘটনা ঘটেছে রামপুরায়। সমস্যাটি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। ঘটনার ১০ থেকে ১২ মিনিটের মধ্যে ফেসবুকে একটা লাইভ শুরু হলো। বাঁশের কেল্লা ১২ মিনিটের মধ্যে খবর পেয়ে গেল। তারা পোস্ট দিয়ে দিলো আর সেখান থেকে ছড়িয়ে পড়ল। অনেক যাত্রীই ছিল। এত রাতে একজন ছাত্র গাড়িচাপা পড়ল আর হাজার হাজার লোক এত রাতে হঠাৎ করে কোত্থেকে এলো! এত ছাত্রইবা কোত্থেকে এলো! এটা নিয়ে প্রশ্ন আছে।

তিনি আরও বলেন, তারপরও একজন ছাত্রের মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা দুঃখজনক ও আমরা বলেছি, দুর্ঘটনা এড়াতে সব রকম চেষ্টা আমরা করে যাচ্ছি। তাদের হাফ ভাড়ার দাবিও আমরা মেনে নিয়েছি। এটা যেন ভালোভাবে কার্যকর হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে আমি নির্দেশনা দিয়েছি। বিআরটিসি কার্যকর করেছে, ঢাকা শহরে বেসরকারি বাস মালিকরাও চালু করেছে। তারা চট্টগ্রামেও চালু করার চিন্তা-ভাবনা করছেন।

কাদের বলেন, মহামারিতে ছাত্র-ছাত্রীদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে বলেছেন। তাদের যে দাবি, সেটা আমাদেরও কর্মকাণ্ডের অংশ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এত রাতে রামপুরায় হাজার মানুষ কোত্থেকে এলো : কাদের

প্রকাশের সময় : ০৫:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : রাজনৈতিক উসকানি দিয়ে শিক্ষার্থীদের মাঠে নামানো হচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন যে কারণে হচ্ছে তা অযৌক্তিক না সেটা আমি স্বীকার করি। যতই সময় যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ দিচ্ছে ঠিক তখনই রাজনৈতিক উসকানি দিয়ে তাদের মাঠে নামানো হচ্ছে।

রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ১০-১২ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে কারা ফেসবুকে পোস্ট দিল এসব নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ড পরিদর্শন শেষে গণামাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক দল থেকে যদি উসকানি দেয়, সে প্রমাণ আমাদের কাছে আছে। ভিডিও ফুটেজ আছে। রাজনৈতিক দলের মহানগরের এক নেত্রী রাস্তায় দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের উসকে দিচ্ছে। স্কুলের পোশাক পরে এক রাজনৈতিক দলের নারী নেত্রী রামপুরা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছাত্রদের উসকানি দিচ্ছে। এসব বাইরে থেকে হচ্ছে।

তিনি বলেন, এখানে রাজনৈতিক উসকানি আছে এবং রাজনৈতিকভাবেও এদের উৎসাহিত করা হচ্ছে। এই আন্দোলন একটি বিশেষ এলাকার মধ্য সীমাবদ্ধ। রামপুরা এলাকার মধ্যেই হচ্ছে। প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, অনেকে স্থাগিত করেছে। নিরাপদ সড়ক আন্দোলন যে কারণে হচ্ছে তা অযৌক্তিক না সেটা আমি স্বীকার করি। যতই সময় যাচ্ছে, ছাত্র-ছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ দিচ্ছে ঠিক তখনই রাজনৈতিক উসকানি দিয়ে তাদের মাঠে নামানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। নিয়ম অনুযায়ী উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে দুই-তিনটি ঘটনা ঘটেছে- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি, এরপর আরও একটা মৃত্যুর ঘটনা ঘটেছে রামপুরায়। সমস্যাটি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। ঘটনার ১০ থেকে ১২ মিনিটের মধ্যে ফেসবুকে একটা লাইভ শুরু হলো। বাঁশের কেল্লা ১২ মিনিটের মধ্যে খবর পেয়ে গেল। তারা পোস্ট দিয়ে দিলো আর সেখান থেকে ছড়িয়ে পড়ল। অনেক যাত্রীই ছিল। এত রাতে একজন ছাত্র গাড়িচাপা পড়ল আর হাজার হাজার লোক এত রাতে হঠাৎ করে কোত্থেকে এলো! এত ছাত্রইবা কোত্থেকে এলো! এটা নিয়ে প্রশ্ন আছে।

তিনি আরও বলেন, তারপরও একজন ছাত্রের মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা দুঃখজনক ও আমরা বলেছি, দুর্ঘটনা এড়াতে সব রকম চেষ্টা আমরা করে যাচ্ছি। তাদের হাফ ভাড়ার দাবিও আমরা মেনে নিয়েছি। এটা যেন ভালোভাবে কার্যকর হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে আমি নির্দেশনা দিয়েছি। বিআরটিসি কার্যকর করেছে, ঢাকা শহরে বেসরকারি বাস মালিকরাও চালু করেছে। তারা চট্টগ্রামেও চালু করার চিন্তা-ভাবনা করছেন।

কাদের বলেন, মহামারিতে ছাত্র-ছাত্রীদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রী তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে বলেছেন। তাদের যে দাবি, সেটা আমাদেরও কর্মকাণ্ডের অংশ।