অ্যাটর্নি জেনারেলের ষড়যন্ত্রেই সুপ্রিম কোর্টে হার
- প্রকাশের সময় : ১২:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
- / ৭০৮ বার পঠিত
ঢাকা: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সরকার সমর্থক প্যানেলের পরাজয় সম্পর্কে মুখ খুললেন ওই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। তিনি বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেলের ষড়যন্ত্রের কারণে আমি ও আমার প্যানেলের অন্য প্রার্থীগণ পরজিত হয়েছি। একই সাথে অ্যাটর্নি জেনারেলের কারণেই সুপ্রিম কোর্ট বারে গত ৬টি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অধিকাংশ প্রার্থীই পরাজিত হয়েছেন।’
বুধবার (১ এপ্রিল) সুপ্রিম কোর্ট বার ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় মোমতাজ উদ্দিন আরো বলেন, অ্যাটর্নি জেনারেল শলা পরামর্শ ও গোপন বৈঠক করে আমাকে হারিয়েছেন। তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বলেছেন- ‘মেহেদীকে সাইজ করবে না তো কাকে সাইজ করবে।’
তিনি আরো বলেন, অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের দু’ভাগে বিভক্ত করে রেখেছেন। অ্যাটর্নি জেনারেলের ইঙ্গিতে আওয়ামী লীগ সমর্থিত ৩০০ জন ভোটার ও আইনজীবী আমাকে ভোট না দিয়ে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে ভোট দিয়েছেন।
তিনি বলেন, মাহবুব উদ্দিন খোকন ও অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলকে ধ্বংস করছেন এবং অনেক মেধাবী ও যোগ্য আইনজীবীকে হাইকোর্ট বারে প্রাকটিস করার অনুমতি দেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, ‘অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে ধ্বংস করেছেন এবং তার নীল নকশা একটাই, সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। যতদিন অ্যাটর্নি জেনারেল তার পদ থেকে অপসারিত না হবেন, ততদিন সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলে আওয়ামী লীগ পাশ করবে না।’