নিউইয়র্ক ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজায় ইসরায়েলি হামলা, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ০ বার পঠিত

পশ্চিম তীরের গাজায় রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের অস্ত্র তৈরির কারখানা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলে একটি রকেট ভূপাতিত হয়। উন্মুক্ত স্থান হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মূলত এই রকেট হামলার জবাবেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে পশ্চিম তীরের গাজা উপত্যকা। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির। সবশেষ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আম্মার মিফতাহ নামের ২৩ বছর বয়সী এক যুবক। ওই যুবককে গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আম্মার মিফতাহকে হত্যার নিন্দা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীরে অব্যাহতভাবে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।’

জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে সবশেষ আম্মার মিফতাহ নিহতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। এগুলোর তদন্ত হওয়া উচিত এবং এসবের পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’

চলতি বছর এ পর্যন্ত গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলা, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

প্রকাশের সময় : ০৬:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

পশ্চিম তীরের গাজায় রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের অস্ত্র তৈরির কারখানা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলে একটি রকেট ভূপাতিত হয়। উন্মুক্ত স্থান হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মূলত এই রকেট হামলার জবাবেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে পশ্চিম তীরের গাজা উপত্যকা। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির। সবশেষ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আম্মার মিফতাহ নামের ২৩ বছর বয়সী এক যুবক। ওই যুবককে গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আম্মার মিফতাহকে হত্যার নিন্দা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীরে অব্যাহতভাবে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।’

জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে সবশেষ আম্মার মিফতাহ নিহতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। এগুলোর তদন্ত হওয়া উচিত এবং এসবের পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’

চলতি বছর এ পর্যন্ত গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।