নিউইয়র্ক ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আপাতত লকডাউনের চিন্তা নেই : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / ১৪ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা নেই।

তবে করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের বাইরে আছেন, তাদের এই মুহূর্তে দেশে না আসাই ভালো। পরিবার ও দেশকে নিরাপদে রাখার জন্য এই মুহূর্তে আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন। দেশকে নিরাপদে রাখুন এবং আপনারাও নিরাপদে থাকুন।খবর সাম্প্রতিক দেশকাল

আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার পরিকল্পনা আপাতত নেই। দেশ ভালো ও নিরাপদে আছে। তাই কোনও বিষয়ে চিন্তার কারণ নেই।

তিনি আর বলেন, যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসীদের পরিবারকে নিরাপদে রাখতে হবে, দেশকেও সুরক্ষিত রাখতে হবে। কাজেই আপনারা যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকুন।

ওমিক্রন প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করা হয়েছে। সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশে যারা আফ্রিকা থেকে আসছেন তাদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমিক্রন আক্রান্ত দেশ থেকে আসলে পরীক্ষা করে আসতে হবে।

দেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৬০ বছরের ওপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আমাদের টিকার কোনও অভাব নেই। আমরা বুস্টার ডোজও দিতে পারব।

তিনি আরও বলেন, আমরা যদি সচেতন থাকি, আক্রান্তরা যদি দ্রুত চিকিৎসা নেয় তাহলে করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে। টিকা নেওয়া থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, নিরাপদে থাকবে। যদি আক্রান্তও হয়, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ আরও অনেকে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপাতত লকডাউনের চিন্তা নেই : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা নেই।

তবে করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশের বাইরে আছেন, তাদের এই মুহূর্তে দেশে না আসাই ভালো। পরিবার ও দেশকে নিরাপদে রাখার জন্য এই মুহূর্তে আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন। দেশকে নিরাপদে রাখুন এবং আপনারাও নিরাপদে থাকুন।খবর সাম্প্রতিক দেশকাল

আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার পরিকল্পনা আপাতত নেই। দেশ ভালো ও নিরাপদে আছে। তাই কোনও বিষয়ে চিন্তার কারণ নেই।

তিনি আর বলেন, যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে। প্রবাসীদের পরিবারকে নিরাপদে রাখতে হবে, দেশকেও সুরক্ষিত রাখতে হবে। কাজেই আপনারা যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকুন।

ওমিক্রন প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করা হয়েছে। সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশে যারা আফ্রিকা থেকে আসছেন তাদের ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা করে আসতে হবে। দেশে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমিক্রন আক্রান্ত দেশ থেকে আসলে পরীক্ষা করে আসতে হবে।

দেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৬০ বছরের ওপরে যারা আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আমাদের টিকার কোনও অভাব নেই। আমরা বুস্টার ডোজও দিতে পারব।

তিনি আরও বলেন, আমরা যদি সচেতন থাকি, আক্রান্তরা যদি দ্রুত চিকিৎসা নেয় তাহলে করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে আসবে। টিকা নেওয়া থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, নিরাপদে থাকবে। যদি আক্রান্তও হয়, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ আরও অনেকে।