এক মলাটে দর্পণ কবীরের ৮ উপন্যাস প্রকাশিত
- প্রকাশের সময় : ০৩:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
- / ১০৮৭ বার পঠিত
নিউইয়র্ক: ঢাকায় চলতি বছরের অমর একুশের বইমেলায় নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও লেখক দর্পণ কবীরের ৮টি উপন্যাস এক মলাটে প্রকাশিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারী বিকেলে মেলা প্রাঙ্গনে ‘এক মলাটে দর্পণ কবীরের ৮ উপন্যাস’ শীর্ষক এই উপন্যাস সমগ্র’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ৫৪০ পাতার উপন্যাস সমগ্রটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন । ঐদিন বিকেলে মেলার নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ নূহ-উল-আলম লেলিন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান ও লেখক হুমায়ুন কবীর ঢালীসহ বেশ কয়েকজন সাংবাদিক ও সাহিত্যানুরাগী উপস্থিত ছিলেন। গ্রন্থটিতে সন্নিবেশিত ৮টি উপন্যাসের মধ্যে রয়েছে স্বপ্ন বিলাস, বসন্ত পথিক, নষ্ট জীবন, স্বপ্ন ঘোর, বিষন্ন বেহাগ, জলপ্রপাত, ফেরারী বসন্ত ও অচেনা বিভাস। বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের স্টল নম্বর ৩৭, ৩৮ ও ৩৯-এ এই গ্রন্থটি পাওয়া যাচ্ছে লেখক জানিয়েছেন।
উল্লেখ্য, এটিএন নিউজ ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন। এছাড়া একজন জনপ্রিয় ছড়াকার হিসেবে পাঠকমহলে তার সুপরিচিতি রয়েছে।