নিউইয়র্ক: অমর একুশের বইমেলার চলতি বছর প্রকাশিত হয়েছে নিউইয়র্ক প্রবাসী ক্রীড়া সাংবাদিক-লেখিক মনিজা রহমানের ‘সব প্রেমই জমা থাকে প্রকৃতিতে’ শীর্ষক গ্রন্থ। গত বছর প্রকাশিত তার গ্রন্থের নাম ছিলো ‘ভালো ভুত মন্দ ভুত’ গ্রন্থ।
এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে মনিজা রহমান লিখেছেন পরবাসে থাকার কারণে এ বছর এখন পর্যন্ত নিজের লেখা বই হাতে নেয়ার সৌভাগ্য হয়নি। তবে ভাবতে খুব ভালো লাগছে আমি না থাকলেও, এবারও বইমেলায় আমার নতুন বই আছে। যারা বইমেলায় যাবেন, তাদের অনুরোধ করবো সাহিত্যকথা (১২৫ ও ১২৬ নম্বর স্টল) প্রকাশনীর স্টলে ঘুরে আসার জন্য।