বিজ্ঞাপন :
শর্মী-শুভ্রার জন্মদিন পালন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০১৬
- / ১৫১০ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের রিচমন্ড হীলে বসবাসকারী টাঙ্গাইলের শহীদুল ইসলাম খান ও মাহবুবা ইসলাম শেলী’র দুই কন্যা যথাক্রমে মাইসা ইসলাম শর্মী (৭) ও মাহিয়া ইসলাম শুভ্রা (৩)-এর জন্মদিন উপলক্ষ্যে গত ১০ জুন তাদের বাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিতে পিতা-মাতা’র সাথে শর্মী ও শুভ্রাসহ অন্যান্যরা। উল্লেখ্য, শর্মী-শুভ্রা উভয়েরই জন্মদিন ১০ জুন। ছবি: হককথা