নিউইয়র্ক ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আটসাট পোশাকই রক্ষা করল তরুণীকে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০১৫
  • / ১১২৬ বার পঠিত

যুক্তরাজ্যের এক তরুণী পার্টি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। গাড়িটি সোজা লাগিয়ে দেন ট্রাকের সঙ্গে। দুর্ঘটনায় তার তিন বন্ধু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও খুব বেশি আহত হননি ২১ বছরের ওই তরুনি। তিনি বিশ্বাস করছেন, তার আটসাট পোশাকই তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে।

জো টারনার নামের ২১ বছরের ওই তরুণী অনলাইন থেকে ওই আটসাট পোশাক কিনেছিলেন পার্টি উপলক্ষে। কিন্তু বিপদ হয় যখন তার গাড়িটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

জোর চিকিৎসক বলেছেন, তার আটসাট পোশাকই বাঁচিয়ে দিয়েছে তার প্রাণ, কারন আটসাট পোশাক না থাকলে তার দেহের অনেক অংশই ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল।

জো বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমার পোশাকই আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার আমাকে বলেছেন, আমি যদি আটসাট পোশাক না পরতাম তাহলে আমার অঙ্গের বিভিন্ন হাঁড় সরে যাওয়া অথবা ভাঙ্গার সম্ভাবনা ছিল।
সূত্র: দ্য মিরর

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আটসাট পোশাকই রক্ষা করল তরুণীকে

প্রকাশের সময় : ১০:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০১৫

যুক্তরাজ্যের এক তরুণী পার্টি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। গাড়িটি সোজা লাগিয়ে দেন ট্রাকের সঙ্গে। দুর্ঘটনায় তার তিন বন্ধু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও খুব বেশি আহত হননি ২১ বছরের ওই তরুনি। তিনি বিশ্বাস করছেন, তার আটসাট পোশাকই তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে।

জো টারনার নামের ২১ বছরের ওই তরুণী অনলাইন থেকে ওই আটসাট পোশাক কিনেছিলেন পার্টি উপলক্ষে। কিন্তু বিপদ হয় যখন তার গাড়িটি একটি ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

জোর চিকিৎসক বলেছেন, তার আটসাট পোশাকই বাঁচিয়ে দিয়েছে তার প্রাণ, কারন আটসাট পোশাক না থাকলে তার দেহের অনেক অংশই ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল।

জো বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমার পোশাকই আমার জীবন বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার আমাকে বলেছেন, আমি যদি আটসাট পোশাক না পরতাম তাহলে আমার অঙ্গের বিভিন্ন হাঁড় সরে যাওয়া অথবা ভাঙ্গার সম্ভাবনা ছিল।
সূত্র: দ্য মিরর