সাপ্তাহিক রানার সম্পাদক এনামুর রেজা দীপুর পদত্যাগ
- প্রকাশের সময় : ১২:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
- / ৫১২ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক রানার-এর অভ্যন্তরীণ সমস্যার প্রেক্ষিতে পদত্যাগ করেছেন পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পাদকের দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সহ সভাপতি এনামুর রেজা দীপু।
রানার-এর সম্পাদক পদ ত্যাগকারী এনামুর রেজা দীপু ইউএনএ প্রতিনিধিকে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সাপ্তাহিক রানার-এ অর্ধেক বাংলা এবং অর্ধেক ইংরেজী সংবাদ প্রকাশিত হচ্ছে। এছাড়াও হঠাৎ করে এই ট্যাবলয়েডটির বেখাপ্পা সাইজ করে ফেলা হয়। এসব বিষয়ের পাশাপাশি কতিপয় অবৈধ কর্মী নিয়োগ নিয়ে সম্পাদকের সাথে কর্তৃপক্ষের বিরোধ তৈরী হয়। ফলে গত সপ্তাহে তিনি পদত্যাগের কথা কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তিনি ক্ষোভের সাথে আরো বলেন, পত্রিকাটিতে ‘বানর ঢুকে পড়েছে, বানর তাড়াতে পারিনি’ বলেই দায়িত্ব ছেড়ে দিয়েছি।
সাপ্তাহিক রানার-এর প্রধান সম্পাদক তাসের মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি ইউএনএ প্রতিনিধিকে এনামুর রেজা দীপুর পদত্যাগের সত্যতা স্বীকার করেন এবং এই ঘটনায় তিনি খুবই মর্মাহত বলে জানান।