সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে প্যারিসে মানববন্ধন
- প্রকাশের সময় : ০১:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৬
- / ৬৫২ বার পঠিত
ফ্রান্স: সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্রান্সে কর্মরত বাংলা ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। প্যারিস-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে সাগর-রুনি হত্যার চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহির। পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, প্রচার সম্পাদক নয়ন মামুন, জহিরুল ইসলাম রানা, সানজিদা খানম কাঁকন, আলমাস উদ্দীন, হোসাইন আহমদ, জাকির হোসেন, পারুল হোসেন, আবদুস সামাদ, আবদুল করিম, সফিকুল ইসলাম, হোসেইন মোহাম্মদ এমরান, আবদুল করিম, বেলাল আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ৪৮ ঘণ্টার স্থলে ৪৮ মাস পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন প্যারিস বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ফ্রান্সের মূল ধারার বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, রেডিও এবং টেলিভিশনের সাংবাদিকরা মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। বক্তারা নিহত সাংবাদিক দম্পতির একমাত্র ছেলে মেঘের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।