নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক সনজীবন কুমার সরকার নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা টাইমস’র সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি গত ১৪ ডিসেম্বর থেকে বাংলা টাইমস’র সম্পাদক হিসেবে কাজে যোগদান করেন। এর আগে তিনি এই পত্রিকা’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তাসের মাহমুদের স্থলাভিসিক্ত হলেন। তাসের মাহমুদকে পত্রিকাটির উপদেষ্টা মনোনীত করা হয়। খবর ইউএনএ’র।
সনজীবন কুমার ১৯৮২ সাল থেকে সাংবাদিকতা করে আসছেন। রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল-এর গাইবান্ধার জেলা প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু। এরপর সাপ্তাহিক গাইবান্ধা’র সহকারী সম্পাদক (১৯৮৫), দৈনিক সন্ধান-এর সহকারী সম্পাদক (১৯৯২,গাইবান্ধা), দৈনিক মাতৃভূমি’র জেলা প্রতিনিধি (২০০০) হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনে তিনি নিউইর্য়ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বাংলা’র চীফ রিপোর্টার এবং সাপ্তাহিক বাংলা টাইমস-এর নির্বাহী সম্পাদক হিসেবে (২০০৯-১৪)এ দায়িত্ব পালন করেন।
সনজিবন কুমার নিউইর্য়ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাইবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাহিত্য সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও প্রচার-প্রকাশনা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বেশ কিছু লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। ঢাকার প্রথম আলো, সংবাদ, বাংলার বাণী, আজকের কাগজ, ভোরের কাগজসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকা, লিটল ম্যাগাজিনে তার গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
১৯৮৩ সালে দৈনিক দাবানল’র আয়োজনে রংপুরে এবং ২০০০ সালে বাংলাদেশ সেন্টার ফর ডেভোলপমেন্ট, জার্নালিজম এন্ড কমিউনিকেশন-এর সাংবাদিক বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স-এ সাংবাদিকতায় প্রশিক্ষন গ্রহন করেন।