নিউইয়র্ক: দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষে সভাপতি আতু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, সাংবাদিক মিলনের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতের শূন্যতা পূরণ হবার নয়। উল্লেখ্য, ১৩ জুন শনিবার বাংলাদেশ সময় রাত তিনটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……….রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও ফুসফুসে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তিনি হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে গত ২ জুন হাসপাতালে ভর্তি হন।