নিউইয়র্ক: ফটো সাংবাদিক মিজানুর রহমান মিজানের ১৪তম মৃত্যুবার্ষিকী ১১ আগষ্ট। মিজান স্মরণে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। ১২ আগষ্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জ্যাকসন হাইটসে ক্লাবের অস্থায়ী লিনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাংবাদিক মিজানুর রহমান মিজান ২০০২ সালের ১১ আগষ্ট রাত ১১টার দিকে নিউইয়র্কের ওজনপার্কে কতিপয় স্প্যানীশ দুর্বৃত্বের হামলায় নিহত হয়। তাঁর স্মৃতি রক্ষার্থে প্রবাসের সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে মিজানের প্রথম মৃত্যু বার্ষিকীতে অর্থাৎ ২০০৩ সালের ১৭ আগষ্ট নিউইয়র্ক সিটি প্রশাসন মিজান নিহত হওয়ার স্থান সংলগ্ন ওজনপর্কের ফরবেল স্ট্রীট ‘মিজানুর রহমান ওয়ে’ নামকরণ করে। সাংবাদিক মিজান দৈনিক ইনকিলাব-এর ফটো সাংবাদিক ছিলেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ নূর হোসেনের বুকে-পিঠে লিখা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ছবি তুলে সাংবাদিক মিজান দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।