সাংবাদিক মাহফুজুর রহমান হাসপাতাল ছেড়ে বাসায় : আঘাতকারী ক্যাবী আটক

- প্রকাশের সময় : ১২:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫
- / ১৪৬১ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী ক্যাবীর আঘাতে আহত সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এদিকে তাকে আঘাতকারী বাংলাদেশী তরুণ ক্যাবীকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ জুন বৃহস্প্রতিবার দিনগত মধ্যরাতে সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে গাড়ী পার্কিং করাকে কেন্দ্র করে বাংলাদেশী তরুন ইয়েলো ক্যাব চালক সাংবাদিক মাহফুজুর রহমানকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনায় মাহফুজুর রহমান পায়ে ও বুকে আঘাত পান। এসময় তিনি ৯১১ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে নিকটবর্তী এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করে। এরপর পুলিশ মাহফুজুর রহমানের অভিযোগ ও ঘটনার প্রেক্ষিতে বৃহস্প্রতিবার রাতেই অভিযান চালিয়ে আঘাতকারী তরুণ ক্যাবীকে আটক করে বলে মাহফুজুর রহমান ইউএনএ প্রতিনিধিকে নিশ্চিত করেন। তরুণ ক্যাবীর বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ অভিযোগ আনা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
এদিকে প্রায় ৪৮ ঘন্টা হাসপাতালে এলমহার্স্ট চিকিৎসাধীন থাকার পর সাংবাদিক মাহফুজুর রহমান শনিবার (২৭ জুন) দুপুরে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। তিনি ইউএনএ প্রতিনিধিকে জানান, তার বুকের আঘাতের কারণে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ২৪ ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষনে থাকতে হয় এবং পায়ের আঘাতও তত মারাতœক নয়। তিনি বলেন, ভাগ্যক্রমে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছি।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সাংবাদিক মাহফুজুর রহমানের ক্যাবী কর্তৃক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার আশু সুস্থ্যতা কামনা করেছেন।
এদিকে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে গিয়ে সাংবাদিক মাহফুজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তারাও মাহফুজুর রহমানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন।