সাংবাদিক ফাজলে রশীদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ২৮ সেপ্টেম্বর
- প্রকাশের সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
- / ৮০৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের প্রতিথযশা সাংবাদিক, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলী নিউনেশন পত্রিকার সাবেক সম্পাদক ফাজলে রশীদের তৃতীয় মৃত্যুবার্ষিকী ২৮ সেপ্টেম্বর সোমবার। যুক্তরাষ্ট্র প্রবাসী ফাজলে রশীদ ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর মিনেসোটা অঙ্গরাজ্যের ফ্রিভিউ সাউথডেলন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর পর স্থানীয় বার্নস ভিউ কবরাস্থানে তার মরদেহ দাফন করা হয়।
দীর্ঘ প্রায় এক যুগ নিউইয়র্কে বসবাসের পর শারীরিক অসুস্থ্যতার জন্য ফাজলে রশীদ স্বস্ত্রীক ২০১২ সালের ৩ মার্চ মিনাসোটায় বসবাসরত তাঁদের একমাত্র কন্যা ফাবিয়া রশীদের কাছে চলে যান। একই বছর ১৬ জুলাই তিনি বাসায় অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে স্থানীয় ফ্রিভিউ সাউথডেল হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন থাকাবস্থায় ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ঘুমের মধ্যে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ফাজলে রশীদের জন্ম ১৯৩৮ সালের ১ আগষ্ট কলকাতায়। ঢাকায় আসেন ১৯৫১ সালে। তার পিতার নাম আব্দুল করীম এবং মাতার নাম সৈয়দা আমাতুজ জোহরা। স্ত্রী অধ্যাপিকা মমতাজ খান ঢাকার গার্হস্থ অর্থনীতি কলেজের শিক্ষক ছিলেন।
১৯৬৩, পাকিস্তান অবজারভার পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। সর্বশেষ তিনি ডেইলী নিউনেশন-এর সম্পাদক ছিলেন। ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের পর পর তিনবার সাধারণ সম্পাদক ও দু’বার সভাপতির দায়িত্ব পালন করেন ফাজলে রশীদ। ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা।
সাংবাদিক ফাজলে রশীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।